অ্যাপশহর

অক্ষয় কুমারের খুঁত ধরলেন আইপিএস অফিসার!

শনিবারই ঘোষণা করা হয়েছে Sooryavanshi-র মুক্তির দিন। রিল লাইফ আইপিএস অফিসার Akshay Kumar-এর ভুল ধরালেন রিয়েল লাইফ আইপিএস অফিসার। তবে ভুল করার পাত্র নন খিলাড়ি কুমার। চটজলদি তা সংশোধনও করে দিলেন অক্ষয়।

EiSamay.Com 27 Sep 2021, 10:16 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ২২ শে অক্টোবর থেকে ফের সিনেমাহল খুলছে মহারাষ্ট্রে। দিওয়ালিতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সূর্যবংশী’(Sooryavanshi)। এই সুখবরটি নিজেই অনুরাগীদের উদ্দেশে জানান পরিচালক রোহিত শেট্টি। এছাড়াও ক্যামেরার পিছনের একটি ছবি দিয়ে টুইটারে উদ্ধব ঠাকরেকে ধন্যবাদ জানান অক্ষয় কুমার। আর তাতেই খুঁত ধরলেন আর কে বিজ নামে এক আইপিএস অফিসার। অবশ্য তাঁর জবাবও দেন খিলাড়ি কুমার।
EiSamay.Com Akshay Kumar
ভুল ভাঙালেন অক্ষয় (ফাইল ছবি)


‘সম্পর্ককে সময় দিতে চাই’, ডিনার ডেটের পর শমিতার সুরেই সায় রাকেশের
প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীপাবলিতেই বড় পর্দায় আসতে চলেছে রোহিত শেট্টি পরিচালিত অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘সূর্যবংশী’ (Sooryavanshi)। এই ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন ও রণবীর সিং। এছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। অক্ষয়ের দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, তিনি রোহিত এবং অজয়ের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। পাশের টেবিলে বসে হাসছেন রণবীর। এর আগে রোহিত শেট্টির পরিচালনায় ‘সিম্বা’ ও ‘সিংঘম’ ছবিতে কাজ করেছেন রণবীর সিং ও অজয় দেবগন। সিনেমায় ‘সিংঘম’ ও ‘সূর্যবংশী’ দুজনেই পদমর্যাদায় সিম্বার তুলনায় উচ্চ। আর এই বিষয়টিই তুলে ধরে টুইট করেন আর কে বিজ নামে এক আইপিএস অফিসার। তিনি লিখেছেন, ‘ইনস্পেক্টর সাহেব আরামে বসে আছে, এ দিকে এসপি সাহেব দাঁড়িয়ে আছে। এ রকম কখনও হয় না’।

হাসি মুখে দেখা গেল শেহনাজ গিলকে!

ওই আইপিএসের টুইটের নিজের মন্তব্য সংযোজন করে Akshay Kumar সেই আইপিএসের উদ্দেশ্যে লেখেন, ‘জনাব, এটি বিরতির সময় তোলা ছবি। এক বার ক্যামেরা চালু হলেই আমরা শিল্পীরা সব নিয়ম মানতে শুরু করে দিই। পুলিশকে আমাদের বিনম্র শ্রদ্ধা। আশা করি, ছবিটি দেখে আপনার ভাল লাগবে'।
অক্ষয়ের এই মন্তব্যে আইপিএস আর কে বিজ লেখেন, ‘পুলিশকে শ্রদ্ধা জানানোর জন্যে ধন্যবাদ’। পাশাপাশি তিনি এও বলেন ছবিটি অবশ্যই দেখবেন।
গত বছরের শুরু থেকেই সূর্যবংশী সিনেমাকে ঘিরে ফ্যানেদের উত্তেজনা ছিল তুঙ্গে। একইসঙ্গে খিলাড়ি এবং সিংঘমকে বড় পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা। অজয়-অক্ষয় জুটি পর্দায় যে ঝড় তুলবে তা আর বলার অপেক্ষা রাখে না। সঙ্গে রয়েছে রণবীর সিংয়ের ( Ranveer Singh) ক্যামিও।
শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কোভিড বিধিনিষেধে একাধিক শিথিলতা এনেছেন। তার মধ্যে অন্যতম হল মহারাষ্ট্রজুড়ে প্রেক্ষাগৃহগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত। দীর্ঘ অপেক্ষার পর মহারাষ্ট্রে খুলে যাচ্ছে প্রেক্ষাগৃহ। ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দর্শকরা।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল