অ্যাপশহর

সোনুকে দেখতে ১২০০ কিমি সাইকেলে পাড়ি জাবরা ফ্যানের

ভক্তদের কখনও নিরাশ করেন না সোনু সুদ। আবার তাঁকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। নিজেদের কষ্টকে তুচ্ছ করে নানা বাধা পেরিয়ে তাঁরা মুম্বই আসেন শুধুমাত্র প্রিয় Sonu Sood-কে একবার দেখার জন্য। ঠিক যেমন ইনি এলেন ১২০০ কিমি পথ সাইকেল চালিয়ে।

EiSamay.Com 16 Jul 2021, 3:27 pm
Sonu Sood Meets Fan: ভক্তের ভগবান সোনু সুদ। বড় পর্দায় একাধিকবার ভিলেনের চরিত্রে অভিনয় করলেও, বাস্তব জীবনে Sonu Sood যে একজন প্রকৃত হিরো তা বোঝা গিয়েছে করোনা সংকটে। নিজের সবটুকু উজাড় করে করোনা, আমফান এবং অন্যান্য দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সোনু সুদ। তাঁর কাছে সাহায্য চেয়ে কোনও বিপদে পড়া মানুষ খালি হাতে ফেরেননি। এহেন গরিবের মাসিহাকে দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন মুম্বই নগরী। কিছুদিন আগেই সোনু সুদের এক গরিব ভক্ত তাঁকে দেখতে ৭০০ কিমি পথ পায়ে হেঁটে এসেছিলেন। এবার ১২০০ কিমি পথ সাইকেল চালিয়ে আরও এক ভক্ত এলেন সোনু সুদের সঙ্গে দেখা করতে। সঙ্গে আনা ফুলের মালা সোনুকে পরাতে গেলে অভিনেতা তা নিয়ে পরিয়ে দেন ওই ব্যক্তির গলাতেই।
EiSamay.Com sonu sood meets his a special fan who travelled 1200 kms by cycle
সোনুকে দেখতে ১২০০ কিমি সাইকেলে পাড়ি জাবরা ফ্যানের


View this post on Instagram A post shared by Sonu Sood (@sonu_sood)

এদিন ১২০০ কিমি পথ সাইকেল চালিয়ে আসা ভক্তের সঙ্গে যেমন কিছুটা সময় Sonu Sood কাটান সুখ-দুঃখের কথা শুনে, তেমনই তাঁর বাড়ির বাইরে অপেক্ষারত প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন। কাউকে নিরাশ করতে একেবারে মন মানে না সোনু সুদের।
শোকের ছায়া বলিউডে, প্রয়াত সুরেখা সিক্রি
কান-এ বাজিমাত কলকাতার ছেলের, প্রশংসায় পঞ্চমুখ অনুরাগ কাশ্যপ
একসঙ্গে অনেক মানুষের পাশে দাঁড়াতে, অসময়ে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বেশ কিছুদিন হল অভিনেতা শুরু করেছেন Sonu Sood Foundation। নানা ধরনের সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত এই ফাউন্ডেশন।

আরও পড়ুন: দেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে Sonu Sood-এর বিস্ফোরক মন্তব্য!

সোনু সুদের কাজে অনুপ্রাণিত হয়েছেন অনেকেই। সেই তালিকায় বোধহয় সবার উপরে নাম থাকবে তিন বছর আট মাসের এই খুদের। এক মাসের মধ্যে একশোর বেশি ছবি এঁকে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল গুরুগ্রামের বাসিন্দা রিয়া। তার সমবয়সিরা যে ছবি আঁকে না এমন নয়। কিন্তু রিয়ার ছবি নিছক কাগজে হিজিবিজি কাটা নয়। অ্যাক্রিলিক শিটের উপর গ্লাস পেন্টিং তার পছন্দের মাধ্যম। এক মাসের মধ্যে এই মাধ্যমে একশোর বেশি ছবি এঁকেছে এসসিআর গ্লোবাল স্কুলের এই ছাত্রী। ২৫ এপ্রিল ২০২১ তারিখে তার আঁকা ছবি নিয়ে প্রদর্শনীও হয় পর্তুগালের রাজধানী লিসবনের ইন্টারন্যাশনাল আর্ট গ্যালারিতে। সেখানে ওই ছবির বেশ কয়েকটি বিক্রিও হয়ে যায়। ছবির মূল্য হিসাবে রিয়া পায় ২০ হাজার টাকা। শেষ পর্যন্ত সেই টাকার পুরোটাই সোনু সুদ চ্যারিটিতে দান করে দেয় সে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল