অ্যাপশহর

চিকিত্‍সায় অর্থ বাধা হবে না, সুরেখা সিকরির পাশে সোনু সুদ-গজরাজ রাও...

২০১৮ সালেও ব্রেন স্ট্রোক হয়েছিল সুরেখা সিকরির৷ সেই কারণে সামান্য প্যারালাইসিসে ভুগছিলেন তিনি৷ দ্বিতীয়বার স্ট্রোক হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। জানুন বিস্তারিত...

EiSamay.Com 9 Sep 2020, 3:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অভিনয় জীবনে তিন বার তাঁর শ্রেষ্ঠত্ব সম্মান জানাতে তুলে দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারের স্বীকৃতি। তাঁর অভিনয় প্রতিভাকে কখনও কোনও নির্দিষ্ট গন্ডিতে আটকে রাখা যায়নি। বড় পর্দা থেকে শুরু করে নাট্যমঞ্চ কিংবা টেলিভিশন—সর্বত্রই অবাধ এবং স্বচ্ছন্দ যাতায়াত প্রবীণ অভিনেত্রী সুরেখা সিকরির। কিন্তু এই কোনও সাফল্যই তাঁকে বাঁচাতে পারেনি আর্থিক অভাব ও অনটনের হাত থেকে। তাই শরীর খারাপ হওয়ায় যখন প্রায় বন্ধ হয়ে যায় সেটে যাওয়া, তখন থেকেই প্রবল আর্থিক সংকটে ভুগতে থাকেন সুরেখা সিকরি (Surekha Sikri)।
EiSamay.Com sonu sood, gajraj rao and director amit sharma assure surekha sikri of support for treatment
সুরেখা সিকরির পাশে সোনু সুদ


মঙ্গলবার সকাল ১১ টার অন্যান্য দিনের মতোই গ্লাসে জুস নিয়ে খাচ্ছিলেন সুরেখা। কিন্তু হঠাৎ করেই স্ট্রোক হয় অভিনেত্রীর। মুম্বইয়ের একটি হাসপাতালে মঙ্গলবার বিকেলে ভরতি করানো হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, সুরেখা সিক্রির অবস্থা সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল। আপাতত তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। অভিনেত্রীর অন্যান্য শারীরিক সমস্যাও নজরে রাখছেন তাঁরা। ৭৫ বছরের অভিনেত্রীর ব্রেন স্ট্রোক হয়েছে। তবে, অনটনের কারণে তাঁর হাসপাতালে ভরতি হওয়ায় কিছুটা সমস্যা দেখা যায়। সুরেখা সিক্রির নার্স সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই সময় অভিনেত্রীর আর্থিক সাহায্য দরকার৷ ইন্ডাস্ট্রির সবাই যদি অভিনেত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুবই ভালো হয়৷

এর পরেই তাঁর পাশে এসে দাঁড়ান অভিনেতা সোনু সুদ, গজরাজ রাও এবং পরিচালক অমিত শর্মা। তাঁরা প্রত্যেকে আশ্বস্ত করে বলেছেন, অর্থের অভাবে কোনওভাবেই সুরেখা সিকরির চিকিত্‍সা আটকে থাকবে না।

এক চিকিত্‍সকের করা ট্যুইটের উত্তরে সোনু সুদ লেখেন, ‘উনি দক্ষ হাতে রয়েছেন এবং ভালো আছেন। ধন্যবাদ আপনার প্রার্থনা এবং আন্তরিকতার জন্যে।’


বধাই হো ছবিতে তাঁর ছেলের ভূমিকায় অভিনয় করা গজরাজ রাও টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ‘আমি এবং বধাই হো ছবির পরিচালক অমিত শর্মা সুরেখাজির সেক্রেটারির সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা সবাই ওঁর পাশে রয়েছি। ওঁকে সব রকম সাহায্য করার জন্যে আমরা প্রস্তুত।’

পরিচালক অমিত শর্মা জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে গোয়ায় আছি। ওঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। আমি ওঁর পরিবার, নার্স এবং ম্যানেজার ছাড়া আরও কারও সঙ্গে কথা বলিনি। আমার সাধ্যমতো সব রকম সাহায্য ওঁকে করার চেষ্টা করব। ওঁর চিকিত্‍সায় অর্থের যোগান বাধা হয়ে দাঁড়াবে না।’

আরও পড়ুন: আশঙ্কাজনক জাতীয় পুরস্কারজয়ী সুরেখা সিক্রি,বলিউডের কাছে সাহায্যের আবেদন অভিনেত্রীর নার্সের

সুরেখা সিকরির দ্রুত আরোগ্য কামনা করে বুধবার রবিনা ট্যান্ডন ট্যুইট করেন, ‘আমার অন্যতম প্রিয় অভিনেত্রী। সুরেখাজির দ্রুত আরোগ্য কামনা করছি।’

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল