অ্যাপশহর

দেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে Sonu Sood-এর বিস্ফোরক মন্তব্য!

প্রতিদিনই সংবাদ শিরোনামে থাকেন Sonu Sood। আর প্রতিবারই তাঁর সমাজসেবার উদাহরণ দিয়ে আপ্লুত করে দেন সাধারণ মানুষকে। এবার Sonu Sood মুখ খুললেন ভারতের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে। কী বললেন তিনি...

EiSamay.Com 11 May 2021, 9:51 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের চর্চায় Son Sood। ২০২০ সালে করোনা থাবা বসানোর পর থেকে গরিবের কাছে ত্রাতা হয়ে উঠেছেন সোনু সুদ (Sonu Sood)। আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি এবং তাঁর গোটা টিম। আরও সংগঠিতভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শুরু করেছেন Sood Foundation। আগামীদিনে অক্সিজেনের অভাবে যাতে কোনও Covid19 রোগীর প্রাণ না যায় তা নিশ্চিত করতে দেশে বেশ কয়েকটি অক্সিজেন প্লান্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর। এই বিষয়ে কথাবার্তা চলছে চিন, ফ্রান্স ও তাইওয়ানের কয়েকটি সংস্থার সঙ্গে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ এখন থেকেই প্রহর গোনা শুরু করেছে করোনার তৃতীয় ঢেউয়ের।

এরই মধ্যে একটি সাক্ষাত্‍কারে অকপট সোনু সুদ জানালেন মনের কথা। বললেন আগামী ২০দিনের মধ্যেই সংস্থাগুলির সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন তিনি। লজিসটিক্সের উপর জোরদার কাজ চলছে। ফ্রান্সের সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দিল্লি, পঞ্জাব, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশে অক্সিজেন প্লান্ট সাপ্লাইয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি জানান, Covid19-এর তৃতীয় ঢেউ যখন আছড়ে পড়বে, তখন যাতে দেশের মানুষ দিশাহারা না হয়ে পড়েন, তা নিশ্চিত করাই তাঁর এই মুহূর্তে একমাত্র লক্ষ্য।

বিনোদন সংক্রান্ত আরও খবর পড়ুন

প্রয়োজনের সময়ে যাতে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে কোনও সমস্যা দেখা না দেয় তা নিশ্চিত করতে তাঁর দলে আরও কর্মী নিয়োগও করেছেন সোনু সুদ। প্রত্যন্ত গ্রামেও যাতে সাহায্য পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। ফলে একদিকে যেমন কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন, তেমনই অন্যদিকে বহু মানুষকে কাজের সুযোগও করে দিচ্ছেন তিনি। তাঁর দলে প্রায় ৪০০ জন কাজ করেন।

Corona Pandemic-এ ভারতের অবস্থান নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে Sonu Sood-এর সাফ উত্তর, ‘ভারতের জিডিপি-র মাত্র ২ শতাংশ খরচ হয় স্বাস্থ্য পরিকাঠামোয়। ফলে আমরা কোনওদিনই করোনার মতো অতিমারির জন্যে তৈরি ছিলাম না।’ তাঁর মতে ভারতে বিপুল জনঘনত্য, সেটা সত্যি। কিন্তু রোগের মোকাবিলায় এটা কোনও অজুহাত হতে পারে না। ‘আমাদের স্বীকার করতে হবে, একটা বড় ভুল হয়ে গেছে।’
আরও পড়ুন: প্রথম ছবিতে সাড়া ফেলে হারিয়ে গেলেন যে সব নায়িকা

অন্যদিকে সোনু সুদের পাশে এবার এসে দাঁড়ালেন বলিউডের আরও এক তারকা Sara Ali Khan। জানা গিয়েছে সোনু সুদের চ্যারিটি ফাউন্ডেশনে বড় অঙ্কের অর্থ সাহায্য করেছেন তিনি। Sara Ali Khan-এর অনুদানের কথা জানিয়েছেন সোনু সুদ নিজেই। ট্যুইট করে অভিনেতা লেখেন, ‘প্রিয় সারা আলি খান। অসংখ্য ধন্যবাদ তোমাকে, সুদ ফাউন্ডেশনে অর্থ সাহায্য করার জন্যে। তোমার জন্যে আমি ভীষণ গর্বিত। ভবিষ্যতে আরও ভালো কাজ করতে থাকো। তুমি দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করতে পেরেছ এই কঠিন সময়ে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে। তুমিই তো হিরো!’

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল