অ্যাপশহর

#MeToo: রাজু হিরানির পাশে এবার সোনম কাপুর

#MeToo অভিযোগে উত্তাল হয়েছে বলিউড। ২০১৮ সালে এর সঙ্গে নাম জড়িয়েছে বহু বলি সেলেবের। সম্প্রতি #MeToo-র অভিযোগ উঠল রাজকুমার হিরানির বিরুদ্ধেও। কিন্তু তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে পাশে দাঁড়িয়েছেন বহু বলিউড তারকাই।

EiSamay.Com 31 Jan 2019, 4:18 pm

হাইলাইটস

  • #MeToo অভিযোগে উত্তাল হয়েছে বলিউড। ২০১৮ সালে এর সঙ্গে নাম জড়িয়েছে বহু বলি সেলেবের।
  • সম্প্রতি #MeToo-র অভিযোগ উঠল রাজকুমার হিরানির বিরুদ্ধেও।
  • কিন্তু তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে পাশে দাঁড়িয়েছেন বহু বলিউড তারকাই।
EiSamay.Com ফাইল চিত্র
ফাইল চিত্র
এই সময় ডিজিটাল ডেস্ক: #MeToo অভিযোগে উত্তাল হয়েছে বলিউড। ২০১৮ সালে এর সঙ্গে নাম জড়িয়েছে বহু বলি সেলেবের। সম্প্রতি #MeToo-র অভিযোগ উঠল রাজকুমার হিরানির বিরুদ্ধেও। কিন্তু তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে পাশে দাঁড়িয়েছেন বহু বলিউড তারকাই। সেই তালিকায় এবার নাম যোগ হল সোনম কাপুরের।
সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাত্‍কারে সোনম কাপুর বলেন, "আমি আন্দোলনের বিরোধী নই বরং পক্ষে, কিন্তু এই বিচার ব্যবস্থাকে আরও সংবেদনশীল হতে হবে।" সোনাম বলেন তিনি নিজে #MeToo আন্দোলনের একজন বড় সমর্থক। কিন্তু সত্য বিকৃত করাও একেবারেই উচিত নয়। ‘আমি রাজু হিরানিকে বহু বছর ধরে চিনি এবং একজন চিত্রনির্মাতা ও মানুষ হিসেবে যথেষ্ট শ্রদ্ধা করি। "

সোনম আরও বলেন "আমি সব সময় চাই একজন মহিলাকে বিশ্বাস করতে কিন্তু ভেবে দেখুন তো কোনও কারণে যদি ঘটনায় ওই মহিলা সত্যি কথা না বলে থাকেন তাহলে এটা আন্দোলনের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে বিশেষ করে যেখানে রাজু হিরানির মতো একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে ক্ষেত্রে।"

ইতোমধ্যে দিয়া মির্জা, আরশাদ ওয়ারসি, শর্মন যোশি, বনি কাপুর এবং জাভেদ আখতারের মতো তারকারা এই অভিযোগের বিরুদ্ধে রাজকুমার হিরানির পাশে এসে দাঁড়িয়েছেন।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল