অ্যাপশহর

পশুপ্রেমী সোনম PETA-র 'পার্সন অফ দ্য ইয়ার'

'পেটা ইন্ডিয়া'র অ্যাসোসিয়েট ডিরেক্টর (সেলিব্রিটি ও জনসংযোগ) সচিন বাঙ্গেরা সোনমের এই সম্মান প্রাপ্তির কথা জানিয়ে বলেন, পশুপাখিদের সাহায্য করতে সোনম কাপুর কখনও কুণ্ঠিত হননি। সবসময় সাহায্যের হাত প্রসারিত করেছেন। ফলে, পেটা'র 'পার্সন অফ দ্য ইয়ার'-এর জন্য আরও ভালো পছন্দ আর কীই বা হতে পারে!

EiSamay.Com 18 Dec 2018, 10:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে ২০১৮-র 'পার্সন অফ দ্য ইয়ার' সম্মানে ভূষিত করল পশু অধিকার বিষয়ক সংগঠন 'পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অ্যানিম্যালস', PETA।
EiSamay.Com sonam f


'পেটা ইন্ডিয়া'র অ্যাসোসিয়েট ডিরেক্টর (সেলিব্রিটি ও জনসংযোগ) সচিন বাঙ্গেরা সোনমের এই সম্মান প্রাপ্তির কথা জানিয়ে বলেন, পশুপাখিদের সাহায্য করতে সোনম কাপুর কখনও কুণ্ঠিত হননি। সবসময় সাহায্যের হাত প্রসারিত করেছেন। ফলে, পেটা'র 'পার্সন অফ দ্য ইয়ার'-এর জন্য আরও ভালো পছন্দ আর কীই বা হতে পারে!

বলিউড এই অভিনেত্রীর কাছে পেটা'র পুরস্কার অবশ্য নতুন কিছু নয়। এর আগেও PETA তাঁকে সম্মানিত করেছে ভারতে ভেগান আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। নিজে ষোলাআনা ভেগান, অন্যদেরও ভেগান হতে উদ্বুদ্ধ করেন। যার দরুন ২০১৬ সালে তাঁকে দেওয়া হয় দেশের 'হটেস্ট ভেজিটেরিনিয়ান সেলেব্রিটি'র শিরোপা।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল