অ্যাপশহর

লেজার সার্জারিতে জন্মচিহ্ন তুলে দিয়েছেন ধনুষ? 'Kolaveri' তারকার পিতৃপরিচয় মামলায় নয়া মোড়!

সম্প্রতি মাদুরাইয়ের এক বৃদ্ধ দম্পতি দাবি করেন, অভিনেতা ধনুষ তাঁদেরই ঔরসজাত সন্তান।

EiSamay.Com 20 Mar 2017, 11:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অভিনেতা ধনুষ কার সন্তান, তা নিয়ে বিতর্কের মাঝেই একটি মেডিক্যাল রিপোর্টে মামলাটি অন্যদিকে মোড় নিল। ধনুষের হাতের একটি জন্মচিহ্ন নিয়ে সোমবার মেডিক্যাল রিপোর্ট জমা পড়ে মাদ্রাজ হাইকোর্টে। সেই রিপোর্টে বলা হয়েছে, ধনুষ লেজার সার্জারি করিয়ে সেই চিহ্ন তুলে দিয়েছে। আদালতে এই মামলার ফের শুনানি হবে ২৭ মার্চ।
EiSamay.Com shocking medical report in dhanush parents case
লেজার সার্জারিতে জন্মচিহ্ন তুলে দিয়েছেন ধনুষ? 'Kolaveri' তারকার পিতৃপরিচয় মামলায় নয়া মোড়!


দক্ষিণের তারকা অভিনেতা ধনুষের পিতৃপরিচয় নিয়ে চলছে জোর বিতর্ক। সম্প্রতি মাদুরাইয়ের এক বৃদ্ধ দম্পতি দাবি করেন, অভিনেতা ধনুষ তাঁদেরই ঔরসজাত সন্তান। ধনুষ যাবতীয় দাবি খারিজ করে জানিয়ে দেন, মাদুরাইয়ের ওই দম্পতি মিথ্যে বলে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। মোটা টাকা চান তাঁরা।

এরপরই ধনুষের থেকে প্রতিমাসে ৬৫ হাজার টাকা করে খোরপোষ চেয়ে কাথিরেসান ও মীনাক্ষী নামে ওই দম্পতি মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। শুরু হয় নাটক। মাদুরাইয়ের দম্পতি আদালতে দাবি করেন, তাঁদের এক সন্তান ছবিতে অভিনয় করবে বলে ছেলেবেলাতেই বাড়ি থেকে পালিয়ে যায়। গোটা মামলাটি আরও জমে ওঠে যখন ওই দম্পতি আদালতে তাঁদের হারানো সন্তান কালাইসেলভামের একটি বার্থ সার্টিফিকেট জমা দেয় আদালতে। এমনকি স্কুলের ট্রান্সফার সার্টিফিকেটও জমা দেন তাঁরা।

ধনুষের আইনজীবী এর জবাবে মাদ্রাজ কর্পোরেশনে নথিভূক্ত ধনুষের বার্থ সার্টিফিকেট আদালতে জমা দেন। জমা দেন স্কুল ট্রান্সফার সার্টিফিকেটও। 'কোলাভেরি' তারকার পাশে দাঁড়ান তাঁর স্কুলের প্রিন্সিপাল সুধা বিজয়কুমারও। তিনি বলেন, 'ও খুবই নলাজুক ছিল। একই সঙ্গে দুষ্টুও। দশম শ্রেণিতে ৬৩ শতাংশ মার্কস নিয়ে পাশ করে। আমাদের কাছে সেই মার্কশিটের রেকর্ডও আছে।'

গত ২৮ ফেব্রুয়ারি ধনুষ আদালতে হাজির হন। কারণ, মাদুরাইয়ের দম্পতি দাবি করে, তাঁদের ছেলের হাতে একটি জন্মদাগ রয়েছে। সেই দাবির মেডিক্যাল রিপোর্ট চায় আদালত।

# The claims by Kathiresan and his wife of Melur that Dhanush is their son has turned into a sensational court case that is going on for the past few months.

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল