অ্যাপশহর

‘পরকীয়া ’ দিয়েই শঙ্করলালের শুরু

লেখক, সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য শুরু করছেন তাঁর প্রথম ছবি৷ ব্রাত্য বসু, ত্রিধা চৌধুরী, আর টিভির চেনা মুখতথাগত আর দেবলীনা৷

EiSamay.Com 17 Mar 2017, 11:34 am
লেখক, সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য শুরু করছেন তাঁর প্রথম ছবি৷ ব্রাত্য বসু, ত্রিধা চৌধুরী, আর টিভির চেনা মুখতথাগত আর দেবলীনা৷ লিখছেন শতরূপা বসু
EiSamay.Com shankarlal bhattacharyyas debut project porokiya
‘পরকীয়া ’ দিয়েই শঙ্করলালের শুরু




‘পরকীয়া’ শব্দটি শুনলেই বাঙালি কেমন রিয়্যাক্ট করে বা করবে সে কথা নতুন করে বলার কিছু নেই৷ ঠারে-ঠোরে মুচকি হাসি, খানিক রসালো রগরগে গসিপ বিতরণের সেরা রেসিপি এখনও পরকীয়া৷ পরনিন্দা এবং পরচর্চার সমার্থক শব্দ৷ আর ঠিক এই ধারণাগুলোকেই নস্যাত্ করবে শঙ্করলাল ভট্টাচার্যের আগামী ছবি ‘পরকীয়া’৷

প্রায় বছর দশেক আগে গল্পটি লিখেছিলেন শঙ্করলাল৷ ‘ত্রিকোণ প্রেমের গল্প হলেও পরকীয়া যে অর্থে বুঝি আমরা, এই ছবিটা একেবারেই সে পথে হাঁটেনি,’ বলছেন তিনি৷ সঙ্গে দিলেন গল্পের একটা আভাসও৷ প্রায় ১৫ বছরের বিবাহিত জীবন বিভাস-শর্মিলার৷ বিভাস এক বিজ্ঞাপন ফার্মের সিইও৷ বছর চল্লিশের নিঃসন্তান দম্পতি৷ দু’বার মিসক্যারেজ হওয়ার পর তৃতীয় বারের বার শর্মিলার প্রাণ সংশয় হওয়ার আশঙ্কায় আর সেদিকে এগোয়নি তারা৷ এর জন্যই কি নিজেকে সামান্য গুটিয়ে নিয়েছে শর্মিলা তার বরের কাছ থেকে? স্ত্রীকে অসম্ভব ভালোবাসে বিভাস৷ বিভাসের অফিসের জুনিয়র মেঘনা৷ সেও বিবাহিত৷ আমেরিকার পর তার উচ্চাকাঙ্খী বর উপস্থিত চাকরি করে বেঙালুরুতে৷ স্ত্রীর ওপর অসম্ভব খেয়াল রাখা বিভাসের সঙ্গে মেঘনার খুনসুটির সম্পর্ক৷ কিন্তু কে বলতে পারে কোন আপাত সরল রৌদ্র বা মেঘের ছিদ্র দিয়ে আচমকাই ঢুকে পড়ে অন্যরকম ঝিকিমিকি অনুভূতি ? সেরকমটাই হল খানিক৷ খুনসুটি থেকে বিভাস আর মেঘনার সম্পর্ক গড়িয়ে গেল প্রেমে৷ বরের সঙ্গে মেঘনা গেল না বেঙালুরু৷ সম্পর্ক গড়াতে গড়াতে পেরিয়ে গেল বছর পাঁচেক৷ এভাবেই কি গড়াবে ছবির আখ্যান?
তাহলে হঠাত্ কেন হাত কেটে আত্মহত্যার চেষ্টা শর্মিলার? তার বরের সঙ্গে মেঘনার সম্পর্ক আঁচ করেই কি? না কি অন্য কোনও কারণও আছে? সেটা ভাঙতে চাইছেন না শঙ্করলাল৷ ‘দুটো সম্পর্ক-আখ্যান সমান্তরাল চলে৷ পরিস্থিতির জন্য তিনজনের কেউই দায়ী নয়৷ সেটা ছবি দেখলে বোঝা যাবে৷ এই মনঃস্তত্বের ব্যাপারগুলোই খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করেছি৷ আর শেষে একটা চমক আছে৷ একটা থ্রিলারের মোচড়ের মতোই,’ বলছেন পরিচালক৷ শুধু বাংলা নয়, পৃথিবীতে বহু ছবির বিষয় পরকীয়া৷ তাহলে তিনি আবার কেন এই একই বিষয় বেছে নিলেন? ‘সম্পর্কের জটিলতা এবং তার বিশ্লেষণের তো কোনও শেষ নেই৷ তা ছাড়া, এই ছবিটা নিছক রসালো গল্পের উপাদান নয়৷ তার থেকে বহু যোজন দূরে৷ আমি এটিকে জীবনের বাস্তব সমস্যা হিসেবেই দেখেছি,’ বলছেন শঙ্করলাল৷

দশ বছর আগে, ২০০৭-এ লেখার পর ‘পরকীয়া ’র চিত্রনাট্য নিয়ে ছবি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন অনেকেই৷ শেষ পর্যন্ত এগিয়ে এসেছে ওপেন ডোর এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড৷ ‘নিলাঞ্জনা’, ‘তুষাগ্নি’র পর তাদের তৃতীয় ছবি ‘পরকীয়া’৷ বিভাস আর শর্মিলার ভূমিকায় যথাক্রমে তথাগত আর দেবলীনা৷ দু’জনেই টেলিভিশনের পরিচিত মুখ৷ এবং মেঘনার ভূমিকায় ত্রিধা চৌধুরী৷ অনেকদিন পর আবার ত্রিধাকে দেখা যাবে বড় পর্দায়৷ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু৷ ছবির সঙ্গীত করেছেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার৷ জয়তী চক্রবর্তী, দুর্নিবার সাহা-সহ গান গেয়েছেন পিউ মুখোপাধ্যায়এবং সুব্রত সেনগুপ্ত৷ সৃজনশীল পরিচালনায় আছেন রানা বন্দ্যোপাধ্যায়৷ ছবির শ্যুটিং হচ্ছে কলকাতায় এবং দার্জিলিং-এ।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল