অ্যাপশহর

ঘৃণা করাটা সহজ হয়ে গিয়েছে

শাহরুখ খানের অন্তত তা-ই মনে হচ্ছে ৫২ বছর বয়সে দাঁড়িয়ে৷ আশা করেন তারই উত্তর হয়ে উঠবে তাঁর নতুন টেলিভিশন শো৷

EiSamay.Com 7 Oct 2017, 1:56 pm
শাহরুখ খানের অন্তত তা-ই মনে হচ্ছে ৫২ বছর বয়সে দাঁড়িয়ে৷ আশা করেন তারই উত্তর হয়ে উঠবে তাঁর নতুন টেলিভিশন শো৷ কারণ সেই শো ‘আইডিয়া ’কে সামনে আনবে৷ সে সব কথাই মুম্বই থেকে শুনে এলেন ভাস্বতী ঘোষ।
EiSamay.Com shah rukh khans ultimate speech about love hate will win your hearts
ঘৃণা করাটা সহজ হয়ে গিয়েছে


ইদানীং এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোর অধিকাংশ কনটেন্ট অত্যন্ত রিগ্রেসিভ৷ কোনও সন্দেহ নেই! শাশুড়ি -বৌমা অনবরত ঝগড়া করছে বা একজন পুরুষকে নিয়ে দুই নারী লাগাতার লড়ে চলেছে৷ পরিণতি ঠিক যা হওয়ার সেটাই হয়েছে৷ দেশের বুদ্ধিমান মানুষগুলোর ড্রয়িংরুমে প্রায় ব্যান হয়ে গিয়েছে টিভি৷ এই নিয়ে আফসোস ছিল সাংঘাতিক পর্যায়ে৷ সারা দেশ যা বোঝে চ্যানেল কর্তারা কেন বোঝেন না ? বৃহস্পতিবার সন্ধেবেলা মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে তাক লাগিয়ে দিলেন এক চ্যানেল কর্তা৷ স্টার ইন্ডিয়ার সিইও উদয় শঙ্কর৷

তাঁর বক্তব্য , ‘টেড টকস ’ এবার ভারতীয় চ্যানেলে দেখানো হবে৷ হিন্দি ভাষায়৷ এমন কনটেন্ট তৈরি করব আমরা যেখানে বিনোদন থাকবে৷ আবার বুদ্ধির গোড়ায় সুড়সুড়ি দিতে চান যাঁরা , তাঁদের জন্য ভরপুর উপকরণ থাকবে এই শো -এ৷ ‘টেড টকস ’ কী ? একটি শো যেখানে এমন সব বিষয় নিয়ে চর্চা হয় , যা মানুষের জীবন বদলে দিতে পারে৷ নাচ -গান নয় , গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা এই শো -এর ইউএসপি৷ শোয়ের মাথা ক্রিস অ্যান্ডারসন৷ এমন একটি শো ভারতীয় টেলিভিশনে নিয়ে আসা কিন্ত্ত সহজ কাজ নয়৷ শাশুড়ি -বৌমা নেই৷ টেলিভিশন রেটিং থাকবে কি ?এমন ধরনের যাবতীয় ভাবনাচিন্তাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে এই শোয়ের হোস্ট হিসেবে হাজির শাহরুখ খান৷

উদয় জানালেন , ‘শাহরুখের বাড়িতে গেলাম শো নিয়ে আলোচনা করতে৷ আমাকে একটা ড্রিঙ্ক বানিয়ে দিল৷ ড্রিঙ্কটা শেষ করার আগে ‘হ্যাঁ’ বলে দিল৷ ’বৃহস্পতিবার সন্ধেবেলা শাহরুখ খান মঞ্চে উঠেছেন শুধুমাত্র ১০ থেকে ১৫ মিনিট দেরিতে৷ নাহ৷ এটা শাহরুখ খানের মতো হল না৷ তিন -চার ঘণ্টা দেরি না করলে হয় ? শাহরুখ খানের বক্তব্য , ‘আমি টেড টকস-এর বড় ফ্যান৷ আসলে ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছি , আমার মধ্যে যে কোনও কিছু জানার ইচ্ছে প্রবল৷ অনেক সময় কোনও কিছু না জানলে ভান করতে হয় সেটা জানি৷ কিন্ত্ত বাড়ি ফিরে যখন গুগলের যুগ ছিল না , তখনও আমি বাবা -মাকে জিজ্ঞেস করে বা অভিধান দেখে যেটা জানিনা , তার মানে বোঝার চেষ্টা করতাম৷ ’

অভিনেতা জীবনের ৩০ বছর এরকমভাবে কাটিয়েছেন বলেই হয়তো ভ্যানকুভারে টেড টকস -এর মঞ্চে ডাক পেয়েছিলেন শাহরুখ৷ বলছেন , ‘ভীষণ নার্ভাস লাগছিল৷ কী বলব বুঝতে পারছিলাম না৷ ৩০ বছরের অভিনয় জীবন কাটানোর পরও৷ কারণ ওখানে উপস্থিত ছিলেন পৃথিবীর সেরা কিছু মাথা৷ তাঁরা সায়েন্টিস্ট , ইনভেসটারস বা ইনোভেটারস বলে তাঁদের বড় মাথা বলছি না , বলছি কারণ তাঁরা ছোট-ছোট আইডিয়া শেয়ার করতে কোনও দ্বিধা করেন না ...অ্যান্ড আই ট্রুলি বিলিভ দ্য ওয়ার্ল্ড চেঞ্জেস বাই দ্য স্মলেস্ট অফ আইডিয়াস৷ ’এমনই সব আইডিয়া নিয়ে স্টার প্লাসের নতুন শো ‘টেড টকস ইন্ডিয়া নয়ি সোচ ’৷ শাহরুখ বলছেন , ‘এতদিন বড়পর্দায় আমি নাচ , গান , রোম্যান্স , ইমোট সব করেছি৷ কিন্ত্ত এই শো -তে আমি মানুষটা যেরকম , ঠিক তেমনভাবে আসব৷ ’কী হবে শো ফরম্যাট ? কবে থেকে দেখা যাবে ? না৷

কোনও উত্তর দিচ্ছেন না কর্তৃপক্ষ৷ শুধু বলছেন , অপেক্ষা করুন এই ‘বড় ’ শো -এর জন্য৷ শাহরুখ এদিন আবেগে ভরা গলায় আরও একটি বক্তব্য পেশ করলেন ---‘৫২ বছর বয়সে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে , ইদানীং ঘৃণা করার কাজটা খুব সহজ হয়ে গিয়েছে৷ সবাই অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে৷ একে অন্যকে ধমকে থামিয়ে দিচ্ছে এই বলে যে , ‘তুমি কিছু জানো না৷ আমিই ঠিক ’...কিন্ত্ত এই দৌড়োদৌড়ির সময় ঘৃণা করতে গিয়ে আমরা ভালোবাসতে ভুলে যাচ্ছি৷ আমি যেমন বড়পর্দার বেস্ট লাভার , তেমনই আমি ওই ভালোবাসা -ও৷ আমি এখনও ভালোবাসার জোরে বিশ্বাস করি৷ আর ভালোবাসাকে যত্ন করতে লাগে আইডিয়া৷ ’

আইডিয়া হল মূল উপকরণ৷ তাতে মশলা মাখিয়ে কষিয়ে রেঁধে কীভাবে দর্শকের থালায় পরিবেশন করবে এই শো , এখন সেটাই দেখার অপেক্ষা৷ এই শো -এ বলিউডের তারকারা যেমন থাকবেন , তেমনই বিভিন্ন জগতের প্রতিভারা ভিড় করবেন , আঁচ করা যাচ্ছে৷ তবে বেশ ভালোরকম প্রতিযোগিতার মুখে পড়তে হবে এই শো -কে৷ শাহরুখ খান যখন ‘হটকে ’ শো -এর হোস্ট হিসেবে আসছেন , তখনই অন্যান্য চ্যানেলের জনপ্রিয় শো -এর হোস্ট সলমন খান থেকে অক্ষয় কুমার৷ শাহরুখ অবশ্য এদিন বারংবার জোর গলায় বলছেন , ‘টেড টকস ইন্ডিয়া ’ একেবারে অন্যরকম একটা শো ...এদিন সাংবাদিক বৈঠকে শাহরুখকে এক সাংবাদিক সলমন বলে ডেকে ফেললেন উত্তেজনার চোটে৷ সেই সাংবাদিকের নাম লিপিকা৷ শাহরুখ তাঁর দিকে তাকিয়ে বলছেন , ‘হ্যাঁ, দীপিকা বলুন , কী প্রশ্ন আপনার ...’২০১৭ -তে ডিজিটাল প্ল্যাটফর্মের কনটেন্ট যেভাবে মানুষকে ভাবাচ্ছে , সেরকম সময় দাঁড়িয়ে টেলিভিশনে এমন একটা শো নিয়ে আসার উদ্যোগ অবশ্যই সাহসী৷ চ্যানেল কর্তৃপক্ষ মনে করেন , দেশের অধিকাংশ মানুষ এখনও হিন্দি ভাষাতেই সড়গড়৷ তাঁদের জন্য টেলিভিশনে হিন্দি ভাষায় টেড টকস আসা প্রয়োজন৷

শাহরুখ খান তো এদিন বলেই দিলেন , এখনও বহু বিদেশি ছবি ঠিকভাবে বুঝতে তাঁকে সাবটাইটেল পড়তে হয়৷ ‘সত্যমেব জয়তে ’-র মতো শো একসময় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল৷ শাহরুখ খানের ‘টেড টকস ইন্ডিয়া নয়ি সোচ ’-ও কি সেই জায়গা পাবে ? শাহরুখ বলছেন , ‘বহু সময় এমন হয়েছে , একটা ভাবনা মাথায় আসার পর কাউকে বলিনি৷ পরে যখন দেখেছি সেটাই অন্য কেউ ভেবে বানিয়ে ফেলেছে , তখন নিজেকে বোকা মনে হয়েছে ...’এবার অন্তত বোকা না হয়ে চেষ্টা করতে চান কিং খান৷ চেষ্টা করতে চান চ্যানেল কর্তৃপক্ষ ...

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল