অ্যাপশহর

এবার পরিচালকের আসনে কিং খান!

কিং খান জানান, তিনি পরিচালক ক্রিস্টোফার নোলানের অন্ধ ভক্ত এবং ভবিষ্যতে কোনও অ্যাকশন ছবিই পরিচালনা করতে চান। ‘তবে সমস্যা কী বলুন তো, দৃশ্যের মান কতটা ভালো হলে তাকে ওকে বলা যায় এটাই আমি বুঝে উঠতে পারি না।'

EiSamay.Com 9 Dec 2019, 1:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এক বছর হতে চলল বড় পর্দায় দেখে মেলেনি শাহরুখ খানের। তবে সম্প্রতি 'টেড টক্স ইন্ডিয়া: নয়ি বাত'-এর আনুষ্ঠানিক উদ্বোধনে এসে শাহরুখ খান জানান দিলেন আগামী এক-দুই মাসের মধ্যেই তাঁর নতুন ছবি নিয়ে ফ্লোরে নামতে চলেছেন তিনি। ফলে ধীরে ধীরে ফের তাঁর ভক্তদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। এরই মধ্যে BBC-এর Talking Movies শো-এর অকপট আলাপচারিতায় কিং খান জানালেন এই মুহূর্তে তিনি নির্জন থাকা পছন্দ করলেও খুবই খুশি আছেন। কিন্তু কখনও পরিচালকের আসনে বসলে তিনি একাকী ও দুঃখী হয়ে পড়বেন। ৫৪ বছরের শাহরুখের মতে, ছবির পরিচালনা করা সবচেয়ে বেশি একাকীত্বের কাজ।
EiSamay.Com Shah Rukh Khan wants to direct an action film but fears of being lonely and sad as a director
কিং খান


সাক্ষাত্‍কারে অকপট শাহরুখ বলেন, ‘আপনি নিজেকে অনেকটা ভগবানের মতো মনে করা শুরু করেন। একটি ছবি বানাচ্ছেন, অভিনেতাদের নির্দেশ দিচ্ছেন কী ভাবে অভিনয় ফুটিয়ে তুলতে হবে, সংলাপ নির্বাচন করছেন, চিত্রনাট্য তৈরি করছেন, ডার্ক রুমে বসে ঘন্টার পর ঘন্টা ছবি এডিট করছেন। আর যখন ছবিটি মুক্তি পেল, তখন দেখলেন সাফল্য অথবা ব্যর্থতার মুখে আপনি একাই দাঁড়িয়ে আছেন। আমার মনে হয় পরিচালক হওয়া বিশ্বের সবচেয়ে বেশি একাকীত্বের কাজ।’

একই সঙ্গে কিং খান জানান, তিনি পরিচালক ক্রিস্টোফার নোলানের অন্ধ ভক্ত এবং ভবিষ্যতে কোনও অ্যাকশন ছবিই পরিচালনা করতে চান। ‘তবে সমস্যা কী বলুন তো, দৃশ্যের মান কতটা ভালো হলে তাকে ওকে বলা যায় এটাই আমি বুঝে উঠতে পারি না। বার বার মনে হয়, হয়তো আরও ভালো হতে পারত। তাই মাঝে মধ্যে পরিচালনায় আসতে ভয় পাই।’

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল