অ্যাপশহর

সূর্যের ওম গায়ে মেখে স্ত্রীর সঙ্গে একান্তে শাহরুখ!

লস অ্যাঞ্জেলেসের সূর্যের ওম গায়ে মেখে পুল সাইডে বসে অসল সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কিং খান নিজেই। ছবি শেয়ার করে শাহরুখ লেখেন, ‘অবশেষে দেখা মিলল ক্যালিফর্নিয়া সূর্যের!

EiSamay.Com 6 Dec 2019, 11:33 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কাজের ব্যস্ততাকে পাশে সরিয়ে স্ত্রীর সঙ্গে কোয়ালিটি সময় কাটানোর উদ্দেশ্যেই মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন শাহরুখ খান।
EiSamay.Com ​Shah Rukh Khan soaks in some Los Angeles sun with wife gauri
স্ত্রীর সঙ্গে একান্তে শাহরুখ!


লস অ্যাঞ্জেলেসের সূর্যের ওম গায়ে মেখে পুল সাইডে বসে অসল সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কিং খান নিজেই। ছবি শেয়ার করে শাহরুখ লেখেন, ‘অবশেষে দেখা মিলল ক্যালিফর্নিয়া সূর্যের! পুলে যাওয়াপ আদর্শ সময়... সঠিক পোশাক পরতে হবে...’ লস অ্যাঞ্জেলেসে Airbnb ভিলাতেই স্ত্রী গৌরীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন কিং খান।

দেখে নিন তাঁর LA হলিডের কিছু ছবি ও ভিডিয়ো...


পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল