অ্যাপশহর

‘মেয়েদের অসম্মান করলে গর্দান যাবে’, ছেলেদের স্পষ্ট জানালেন শাহরুখ

বেঙ্গালুরুতে মহিলাদের সঙ্গে যে গণ শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।

EiSamay.Com 16 Jan 2017, 11:12 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে মহিলাদের সঙ্গে যে গণ শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। শাহরুখ খান সব সময়েই বলেছেন, সমাজে নারীদের সম্মান সবার আগে। তাঁদের সঙ্গে কোনও অভব্য আচরণ সহ্য করার প্রশ্নই ওঠে না।
EiSamay.Com shah rukh khan says he will behead aryan and abram if they hurt a woman
‘মেয়েদের অসম্মান করলে গর্দান যাবে’, ছেলেদের স্পষ্ট জানালেন শাহরুখ


শাহরুখ নিজেও দুই ছেলের বাবা। ছেলেদেরও তিনি একই পাঠ দিয়েছেন। দুই ছেলেকে তিনি নানা ভাবে এই শিক্ষাই দেওয়ার চেষ্টা করেন। ফেমিনা পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাত্কানরে শাহরুখ খান বলেছেন, ‘আমি সব সময় আরিয়ানকে শিখিয়েছি কখনও কোনও মেয়েকে কষ্ট দেবে না। যদি কখনও জানতে পারি তুমি কোনও মেয়ের অসম্মান করেছ, তাহলে তোমার গর্দান যাবে। আব্রামকেও আমি একই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। মেয়েরা তোমাদের চাড্ডি-বাডি নয়। যুগ পাল্টে গেছে এটা শেখাতে যেও না আমাকে। মেয়েদের প্রতি সম্মান দেখানো তোমাদের কর্তব্য। সেটাই শিষ্ঠাচার।’

বেঙ্গালুরুর ঘটনার পর শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অনুষ্কার শর্মা থেকে শুরু করে বহু বলিউড সেলেব তাঁদের বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনৈতিক নেতাদের যেমন তাঁরা দুষেছেন ‘ব্লেম গেম’ খেলার জন্যে, তেমনই সেই সব পুরুষদের তীব্র ভাষায় নিন্দা করেছেন যাঁরা মেয়েদের সঙ্গে অশালীন ব্যাবহার করাকেই স্বাভাবিক বলে মনে করেন। একই সঙ্গে তাঁরা মেয়েদের পরামর্শ দিয়েছেন আত্মরক্ষার জন্যে নিজেদের তৈরি করতে।

# Shah Rukh Khan has spoken vehemently against the Bengaluru molestations that sent shockwaves around the country.

# In an interview with Femina, Shah Rukh said, "I tell Aryan and even AbRam never hurt a woman. If you do, I'll behead you. And no, times have not changed. A girl is not your chhadi-buddy; show some respect."

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল