অ্যাপশহর

‘আমি পাঠান, পরিবারকে রক্ষা করতে জানি’, হুঙ্কার শাহরুখের

পরিবারকে প্রাণ দিয়ে আগলে রাখতে জানেন Shah Rukh Khan। পরিবারের চোখে কেউ জল আনলে তাঁকে ছাড়বেন না বলেও হুমকি দিয়েছিলেন শাহরুখ। আরিয়ান কাণ্ডের মধ্যেই ভাইরাল পুরনো সেই সাক্ষাত্‌কার।

EiSamay.Com 30 Oct 2021, 7:22 am
Shah Rukh Khan: দীর্ঘ ২৬ দিন পর জামিন মঞ্জুর হয়েছে Aryan Khan-এর। যদিও আইনি মারপ্যাঁচের জন্য এখনও মন্নতে ফিরতে পারেননি আরিয়ান, তবুও খান পরিবারে আনন্দের জোয়ার। এরই মধ্যে সামনে এল শাহরুখ খানের পুরনো একটি সাক্ষাত্‌কার।
EiSamay.Com shah rukh khan had said i am a pathan and very protective about my family
‘আমি পাঠান, পরিবারকে রক্ষা করতে জানি’, হুঙ্কার শাহরুখের


কী বলেছিলেন Shah Rukh Khan?

ঘটনার সূত্রপাত কিং খানের রাজনৈতিক নেতা Amar Singh-কে নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে। মজার ছলে কিং খান বলেছিলেন অমর সিংয়ের চোখে শয়তানের ছায়া দেখতে পান। আর এতেই বেজায় চটে গিয়েছিলেন অমর সিংয়ের সমর্থকরা। ভিড় জমিয়েছিলেন মন্নতের বাইরে। এমনই চিত্‌কার চেঁচামেচি শুরু করেছিলেন যে ভয়ে পেয়ে গিয়েছিল ছোট্ট আরিয়ান ও সুহানা। পরিস্থিতি সামাল দিতে ডাকতে হয় পুলিশ। কাজ ছেড়ে দ্রুত বাড়ি ফিরে আসেন শাহরুখও। কারণ মেয়ে সুহানার কান্না কিছুতেই থামছিল না। তখনই কিং খান বলেছিলেন, ‘আমার ক্ষতি করবেন বলে যদি ভয় দেখান, আমি ভয় পাবো। কারণ আমি মরে গেলে আমার সন্তানদের কে দেখবে? কিন্তু আমার সন্তানদের ভয় দেখানোর চেষ্টা করলে চুপ করে বসে থাকব না। আমার স্ত্রী এই লেখা পড়ে হয়তো ভয় পাবেন। কিন্তু পুলিশ পরিস্থিতি সামলানোর আগেই যদি আমি বাড়ি পৌঁছাতাম, তাহলে সেই সব লোকজনকে কাঁদিয়ে ছাড়তাম যাদের জন্য আমার মেয়ের চোখে জল এসেছিল। এটা Pathan-এর প্রমিস। ওদের আমি ছাড়তাম না। আমাকে নিয়ে কোনও সমস্যা থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলুন। আমার সন্তানদের জন্য প্রাণ দিতে পারি। ওই সময়ে আমি এবং আমার স্ত্রী বাড়ি ছিলাম না। আমার বোনের শরীর ভালো থাকে না। আমার ছোট্ট মেয়েটা ভয়ে কাঁদছিল। এটা আমি একদম মেনে নিতে পারছি না। আমি পাঠান, আর পরিবারকে নিয়ে ভীষণ ভীষণ প্রোটেক্টিভ।’

অতএব কী বুঝলেন? শাহরুখ খানের সঙ্গে পঙ্গা নিতে আসলে বিপাকে পড়তে হবে।
Shah Rukh Khan Astrological Prediction:শনির দশা শাহরুখ-গৌরীর! আরিয়ানের ভাগ্য বিচার জ্যোতিষীর
আরিয়ানের মন্নতে ফিরতে এখনও ঢের দেরি!
এক দশক আগে শাহরুখকেও আটকেছিলেন সমীর ওয়াংখেড়ে!
২ অক্টোবর আরব সাগরের তীরে দাঁড়িয়ে থাকা লাক্সারি ক্রুজ থেকে আটক করা হয়েছিল আরিয়ান খানকে (Aryan Khan)। সারারাত জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর দুপুরে আরিয়ানকে NCB-র জোনাল ডিরেক্টর Sameer Wankhede-র নেতৃত্বে গ্রেফতার করা হয়েছিল। গত ৭ অক্টোবর আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচার সঙ্গে আরিয়ানকে জেল হেফাজতে পাঠানো হয়। NDPS স্পেশাল কোর্ট আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে। পরবর্তীতে আইনজীবীরা বম্বে আদালতে জামিনের আবেদন করেন। তিনদিন ধরে কোর্টে সওয়াল জবাব পর্ব চলে। অবশেষে মুক্ত হলেন শাহরুখ পুত্র।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল