অ্যাপশহর

Shah Rukh Khan Trolled: গণেশ বিসর্জনের শুভেচ্ছা! ‘ধার্মিক’ নেটিজেনদের কটাক্ষের শিকার শাহরুখ

হিন্দু উত্‌সব গণেশ চতুর্থীতে ফের নেটিজেনদের হাতে ট্রোলিংয়ের শিকার হলেন Shah Rukh Khan। গণেশ বিসর্জনের দিন তাঁর শুভেচ্ছাবার্তা ভালো মনে নিলেন না একাংশ। ঠিক কী হয়েছে? দেখে নিন...

EiSamay.Com 21 Sep 2021, 10:16 am
Shah Rukh Khan: বার বার ক্ষত বিক্ষত হন শাহরুখ খান। গত বছরও গণেশ চতুর্থীতে আব্রামের সঙ্গে বিঘ্নহর্তার পুজোর ছবি দেওয়ায় ব্যাপকভাবে ট্রোলড হতে হয় অভিনেতাকে। এবারও তার কোনও ব্যতিক্রম হল না। গণেশ চতুর্থী দিয়েই ভারতে শুরু হয়ে যায় ফেস্টিভ সিজন। আর শাহরুখ খান এমনই এক সেলেব যিনি প্রতিটি উত্‌সবেই সামিল হন। সব ধর্মের মিলনেই বিশ্বাস রাখেন তিনি। সম্প্রতি গণেশ বিসর্জন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় Shah Rukh Khan তাঁর বাড়িতে আসা গণপতির ছবি পোস্ট করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। লেখেন, ‘গণেশ ঠাকুরের আশীর্বাদ যেন আমাদের সবার উপরে থাকে। আসছে বছর আবার হবে... গণপতি বাপ্পা মোরিয়া।’ আর এতেই বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। হিন্দু উত্‍সব নিয়ে ‘বাড়াবাড়ি’ করার জন্য তির্যক মন্তব্যে বিদ্ধ করেছেন কিং খানকে। আবার কেউ কেউ তাঁকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়ও।
EiSamay.Com shah rukh khan gets trolled for wishing on ganesh visarjan
ট্রোলিংয়ের শিকার শাহরুখ খান


এক নেটিজেন লেখেন, ‘ইয়ার রোল মডেল... এমনটা কেন করলে?’ আরও একজন মন্তব্য করেন, ‘ধর্ম পরিবর্তন করে ফেলেছেন নাকি ইতোমধ্যে!’ কেউ লিখলেন, ‘ঈশ্বর আপনাকে সঠিক পথ দেখান। ওদের মন পাওয়ার জন্য আপনি সব সীমা পেরিয়ে গেছেন। বোধহয় ভুলেই গেছেন আপনি এক মুসলিম পরিবারের সন্তান।’

View this post on Instagram A post shared by Shah Rukh Khan (@iamsrk)

কে কী লিখলেন? দেখে নিন...



ঠিক এমনই ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছে ২০২০ সালে শাহরুখ খান ও আব্রামকে। গণেশ চতুর্থীর দিন Shah Rukh Khan তাঁর ছোট ছেলে AbRam-কে নিয়ে বাড়িতে গণেশের সামনে প্রার্থনা করার একটি সুন্দর ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে,শাহরুখের ছোট ছেলে আব্রামকেকে গণেশের মূর্তির সামনে হাত জো্ড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছবি দেখে বহু মানুষ তারকার ধর্মনিরপেক্ষতার প্রশংসা করলেও, সমাজের একটি অংশ তাঁকে গণেশ চতুর্থী উদযাপনের জন্য ’পাপী’ বলে অভিহিত করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ শাহরুখকে ফলো করাও বন্ধ করে দেন। তবে এই বিষয়গুলির কোনটিই কখনও কিং খানকে বিশেষ বিরক্ত বা বিচলিত করতে পারে না। ঐতিহ্য মেনেই তিনি বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন করে এসেছেন বছরের পর বছর।

Mir Afsar Ali Trolled: ফের 'ধর্মযুদ্ধ'! গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে ট্রোলড মীর
আয়কর হানা নিয়ে মুখ খুললেন সোনু সুদ, ন্যায় বিচার ছাড়লেন সময়ের হাতে
তাপসীর তাক লাগানো নির্মেদ শরীর, ‘মিঠু’-র ট্রান্সফর্মেশনে মুগ্ধ নেটিজেনরা
একটি সাক্ষাৎকারে, শাহরুখকে ধর্মীয় বিদ্বেষীদের সম্পর্কে মন্তব্য করে বলেন, তিনি সত্যিই বিশ্বাস করেন যে নিজের ঐতিহ্য এবং ধর্ম সবই খুব ব্যক্তিগত। তাঁর মতে, শিশু এবং প্রাপ্তবয়স্কদের নিজের ধর্ম বেছে নেওয়া ও বোঝার স্বাধীনতা দেওয়া উচিত। অভিনেতা আরও বলেন যে, তাঁর বাবা-মা তাঁকে ছোট থেকেই সবকিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ছিলেন। তাঁরা যেখানে থাকতেন সেখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস ছিল। তাঁর বাবা-মা সমানভাবে খুশি হতেন যদি তিনি রামলীলা বা ঈদ উদযাপনের জন্য যেতেন। তাঁর মতে, এইভাবেই একে অপরের ধর্মকে জানা যায়, বোঝা যায়। অন্যের ধর্মের প্রতি সম্মান ও ভালবাসা বাড়ে। শাহরুখও আশা করেন তাঁর সন্তানরাও একই পথে এগোবে। আস্থা রাখবে সব ধর্মে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল