অ্যাপশহর

Suhana Khan : 'তোমার দ্বারা কিস্যু হবে না, নাম ভাঙিয়েই খেতে হবে...!' শাহরুখ কন্যাকে কটাক্ষ নেটিজেনদের

সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করতেই তেড়েফুঁড়ে এলেন সকলে। বাবার নাম ভাঙিয়েই চলছে। কিং খান কন্যা সুহানাকে তুলোধনা নেটিজেনদের।

Produced byসুস্মিতা দে | EiSamay.Com 10 Mar 2023, 5:11 pm

হাইলাইটস

  • শাহরুখ কন্যা সুহানাকে নেটিজেনদের কটাক্ষ
  • 'কোনও অভিনয়ই তো করতে পারেন না'
  • 'বলিউডে তুমি চলবে না'
সেলেবদের নানা বিষয়ে মানুষের মাথাব্যথার শেষ নেই। তাঁরা কী খেলেন, কোথায় গেলেন সবকিছু নিয়েই নানা প্রশ্ন। পোশাক থেকে নানা বিষয় নিয়ে সকলেই তাক করে রয়েছেন। এরই মাঝে যদি ছোট্ট কোনও প্রেমের খবর পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। সোনায় সোহাগা। সোশাল মিডিয়ার যুগে এসবের বাড়বাড়ন্ত আরও বেশি বলা চলে। সম্প্রতি, এরই সম্মুখীন হতে হয়েছে শাহরুখ কন্যা সুহানাকে।
Shah Rukh Khan : ৪ বছর সিলভার স্ক্রিনে নেই শাহরুখ, নেপথ্যে মেয়ে সুহানা
শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান তারকা কিডসের মধ্যে অন্যতম। সুহানাকে প্রায়ই বিভিন্ন ইভেন্টে যোগ দিতে বা তাঁর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ভিডিয়ো শেয়ার করতে দেখা যায় এবং তাঁর স্টাইল এবং সৌন্দর্যও নেটিজেনদের মুগ্ধ করেছে অনেকসময়। সম্প্রতি, একটি নতুন ভিডিয়ো ভাইরাল হয়েছে সুহানার। সোশাল মিডিয়ায় যা ঝড়ের গতিতে মানুষ উপভোগ করেছেন। সুহানা কখনও তাঁর ভক্তদের হতাশ করেননি তা বলাই যায়। তাঁর ভিডিয়োর জন্য ট্রোলিংয়ের সম্মুখীন হচ্ছেন। একটি ভিডিয়োতে সুহানাকে এমন পোজ দিতে দেখা গিয়েছে, যার জন্য নেটিজেনরা তাঁকে এক্সপ্রেশনের অভাবের জন্য ট্রোল করেছেন।

Shah Rukh Khan Suhana Khan : সুহানাকে অভিনয়ের পাঠ পড়াচ্ছেন শাহরুখ? মেয়েকে বিশেষ ডায়েরি উপহার কিং খানের
একদিকে যখন একদল সমানে কিছু মানুষ তাঁকে কটাক্ষ করে গিয়েছে। অন্যদিকে, বেশ কিছু ভক্ত আবার প্রশংসাও করেছেন।ভিডিয়োতে দেখা যাচ্ছে সুহানা ক্যামেরার সামনে বসে একটি গানের দুটি লাইনের সঙ্গেই এক্সপ্রেশন দিচ্ছেন। যদিও অনেকে আবার তাঁর আত্মবিশ্বাসের প্রশংসাও করেছেন। এসবের ভিড়েই একজন ট্রোল করেছেন, সে তাঁর বিখ্যাত বাবার নাম এবং সেই সুবাদেই ব্যবসা করছেন, এছাড়া আর কিছুই করছেন না।

Suhana Khan Diwali : শাড়ি পরায় ট্রোলের শিকার শাহরুখ কন্যা, কী এমন ঘটল মণীশের দিওয়ালি পার্টিতে?
একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “সোশাল মিডিয়াতে এটি করা ঠিক হচ্ছে কিনা সে বিষয়ে আপনার বাবার কাছে পরামর্শ চাইতে পারেন”। অপর একজন মন্তব্য করেছেন, “তুম নাহি চলোগি বলিউড মে, উহ বাত নহি হ্যায় তুম্মে। বাস স্টারকিড কা ট্যাপ লাগা হুয়া হ্যায়।” যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, তোমার মধ্যে সেই ব্যাপারটাই নেই। বলিউডে তুমি চলবে না।

https://www.instagram.com/reel/Co4hhqcDxm6/?utm_source=ig_web_copy_link

বাবা-মা জনপ্রিয় হলে যে সুবিধা হয় বলে অনেকেরই ধারণা। সেই সুযোগ নিয়েই অভিনেতা-অভিনেত্রীদের কথা শোনাতেও ছাড়েন না কেউই। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো দিতেই তাই নানা কটাক্ষের শিকার হয়েছেন সুহানা। পরিবারের জন্যই যে তাঁর পরিচয় এমনটাও বারবার মনে করানো হয়েছে তাঁকে। খুব শীঘ্রই সুহানাকে জোয়া আখতারের দ্য আর্চিসে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং বনি কপুরের মেয়ে খুশি কপুরের সঙ্গে অভিনয় করতে। এ ছবিতে তাঁর অভিনয় কি তবে নিন্দুকদের জবাব হতে পারে?
লেখকের সম্পর্কে জানুন
সুস্মিতা দে
সংবাদ জগতে আজ প্রায় দশ বছরেরও বেশি অভিজ্ঞতা সুস্মিতার। এই সময় ডিজিটাল ওয়েবসাইটের বিনোদন বিভাগে কর্মরত এই মাল্টিমিডিয়া সাংবাদিক সিনেমা, টেলিভিশন ও ওটিটি জগতের সাম্প্রতিক তথা খুঁটিনাটি সব খবর সম্পর্কে বিশেষ আগ্রহী। প্রিন্ট মিডিয়া থেকে তাঁর কর্মজীবন শুরু। এরপর টেলিভিশনেও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সংবাদ পাঠিকা হিসেবে ক্যামেরার সামনে তিনি সাবলীল। অভিজ্ঞতা রয়েছে ভয়েস ওভার শিল্পী হিসেবেও। সুস্মিতার অবসর সময় কাটে যে কোনও ভালো বিষয়ে লেখালিখি, বই পড়া এবং নতুন সিনেমা বা ওয়েব সিরিজ দেখে।... আরও পড়ুন

পরের খবর