অ্যাপশহর

অভিষেক না শাশ্বত, বব বিশ্বাসে কে বেশি উপযুক্ত! কী বলছে টলিউড

কাহানিতে বব বিশ্বাসের চরিত্রকে যে অভিনেতা এতটা জনপ্রিয় করে তুললেন, সেই শাশ্বত চট্টোপাধ্যায়কে এভাবে বাদ দেওয়া হল কেন! এই নিয়ে নানা মত প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

EiSamay.Com 26 Nov 2019, 1:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তৈরি হতে চলেছে বিদ্যা বালন অভিনীত সুজয় ঘোষ পরিচালিত সাড়া জাগানো ছবি কাহানির-র প্রিক্যুয়েল। এই ছবিতে অ্যান্টি হিরোর চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সেই সঙ্গে এও জানা গিয়েছে Bob Biswas ছবির প্রযোজনা করবে শাহরুখ ও গৌরী খানের Red Chillies Entertainment। সোমবার দুপুরে এই খবর ট্যুইট করে জানিয়েছেন স্বয়ং শাহরুখ খান এবং রিট্যুইট করেছেন অভিষেক বচ্চন।
EiSamay.Com Saswata chatterjee or abhishek bachchan who’s the best choice for bob biswas
অভিষেক না শাশ্বত, বব বিশ্বাসে কে বেশি উপযুক্ত!


কিন্তু কাহানিতে বব বিশ্বাসের চরিত্রকে যে অভিনেতা এতটা জনপ্রিয় করে তুললেন, সেই শাশ্বত চট্টোপাধ্যায়কে এভাবে বাদ দেওয়া হল কেন! এই নিয়ে নানা মত প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর বাংলার সেলেবরা? তাঁরা কী বললেন এই পট পরিবর্তনে...

পরমব্রত চট্টোপাধ্যায়

এখনই কিছু বলা একটু মুশকিল। এই ছবি তো শুধুমাত্র বাংলার দর্শকের জন্যে নয়, এটি তৈরি হচ্ছে সারা ভারতের দর্শকের জন্যে। আমি বিশ্বাস করি, সবদিক বিচার করেই নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, যেহেতু আমি কাহানির অংশ ছিলাম, তাই আমার কাছে চিরকাল বব বিশ্বাস শাশ্বত চট্টোপাধ্যায়ই থাকবেন। তবে আশা রাখছি অভিষেকও খুব ভালো কাজ করবে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শাশ্বত দা বব বিশ্বাসের চরিত্রে দারুণ করেছিলেন। তবে অভিষেকও খুবই ভালো অভিনেতা। আমার বিশ্বাস কনট্র্যাক্ট কিলারের চরিত্রে অভিষেকও দারুণ করবেন। তবে বাঙালি হিসেবে আমি চাইব শাশ্বত দা-ই এই চরিত্রে করুন।

অতনু ঘোষ

অত ছোট্ট হলেও বব বিশ্বাসের চরিত্র দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। শাশ্বত চট্টোপাধ্যায় নিজের জীবনের অন্যতম সেরা অভিনয় করেছিলেন এই ছবিতে। তাই নতুন কোনও অভিনেতার পক্ষে এই প্রত্যাশা মেটানো একটু সমস্যার হবে। অপু আমার খুবই পছন্দের অভিনেতা। কিন্তু কোনও কারণে আজও ওঁর সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। আশা রাখি আগামীদিনে নিশ্চয় আমরা একসঙ্গে কাজ করব।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল