অ্যাপশহর

Aparajito Review: “বাবাকেই যেন দেখলাম", অপরাজিত দেখে প্রতিক্রিয়া সন্দীপ রায়ের

১৩ মে বড় পর্দায় মুক্তি পয়েছে অপরাজিত। 'পথের পাঁচালী' বানাতে গিয়ে যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল কিংবদন্তী পরিচালককে সেই কহিনীকেই বড় পর্দায় তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত। ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে রয়েছেন জিতু কামাল। সেই ছবি দেখেই সন্দীপ রায় বলেন “বাবা কে যেন সিনেমাস্কোপে দেখলাম।”আর কী বললেন সত্যজিৎ পুত্র জেনে নিন?

Produced bySampita Das | EiSamay.Com 14 May 2022, 1:46 pm

হাইলাইটস

  • ছবির ফার্স্ট লুক সামনে আসতেই সত্যজিতের রূপে জিতু কমল (Jeetu Kamal) প্রথমেই অবাক করেছিলেন দর্শকদের
  • সেই ছবি দেখে নিজের প্রতিক্রিয়া দিলেন সন্দীপ রায়
  • পরিচালকের প্রথম প্রতিক্রিয়া ছিল ,“বাবা কে যেন সিনেমাস্কোপে দেখলাম।”
'পথের পাঁচালী' বানাতে গিয়ে যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়কে সেই কাহিনীকেই তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত। ছবির ফার্স্ট লুক সামনে আসতেই সত্যজিতের রূপে জিতু কমল (Jeetu Kamal) প্রথমেই অবাক করেছিলেন দর্শকদের। পর্দায় সত্যজিৎ (Satyajit Ray) হয়ে উঠতে বেশ মেহনত করতে হয়েছে জিতুকে এমনকী জিতু বদলে ফেলেছিলেন নিজের দাঁত কপাটিও।১৩ মে মুক্তি পেল এই ছবি 'অপরাজিত' (Aparajito) । এবং সেই ছবি দেখে নিজের প্রতিক্রিয়া দিলেন সন্দীপ রায় (Sandip Ray)। পরিচালকের প্রথম প্রতিক্রিয়া ছিল ,“বাবা কে যেন সিনেমাস্কোপে দেখলাম।”

Aparajito Trailer: অনীকের ফ্রেমে সত্যজিতের স্ট্রাগল! মুক্তি পেল 'অপরাজিত'-র ট্রেলার
গত কালই এই ছবির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের তরফ থেকে একটি ভিডিয়ো সামনে আনা হয় সেখানেই সন্দীপ রায় এই ছবি সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ও মুগ্ধতাই প্রকাশ করলেন।
Aparajito 2022: সত্যজিতের জন্মদিবসে মুম্বইয়ে 'অপরাজিত'-র বিশেষ স্ক্রিনিং, গর্বিত অনীক-জিতুরা
এই ছবিটি নিয়ে বেশ টেনশনেই ছিলেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। যেদিন এই ছবি বানানোর সম্মতি নিয়ে রায় বাড়ি থেকে বেরিয়েছিলেন অনীক দত্ত সেদিনই বুঝেছিলেন বেশ গুরুদায়িত্ব নিতে চলেছেন। তবে এবার সন্দীপ রায়ের তরফ থেকে দরাজ সার্টিফিকেট পেলেন অনীক। সন্দীপ রায়ের কথায়, “ছবিটি আমার বেশ মুভিং লেগেছে, যে সব দৃশ্যের পুনঃর্নিমাণ করা হয়েছে সেগুলি ভীষণ ভালো, খুব ঝামেলার ছবি,অভিনয় আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু মুহূর্তে রয়েছে যা মন ছুঁয়ে যাওয়ার মতো। শুধু তাই কিছু কিছু দৃশ্য তো যেন অবিশ্বাস্য। মনে হচ্ছিল বাবাকে যেন সিনেমাস্কোপে দেখছি। ছবির লাইটিং মুগ্ধ করেছে। আমি সন্ত্তষ্ট।”
Saayoni Ghosh Exclusive Interview: নন্দনে হল পেল না অপরাজিত! এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক 'হতাশ' সায়নী
ছবি মুক্তির আগে সন্দীপ রায় এই সময় ডিজিটালকে বলেছিলেন, “জিতু কামালের লুক আমার খুবই ভালো লেগেছে। আর অনীক আমার কাছে অনেকবারই এসেছে। বহুদিন আমরা বসেছি। আলোচনা হয়েছে। অনীক দত্ত রির্সাচ করে করেছে।”
“...অপরাধ করেছি!” সত্যজিতের নন্দনেই ‘অপরাজিত’ ব্রাত্য হ‌ওয়ায় তিতিবিরক্ত প্রযোজক-পরিচালক


সে সময় 'পথের পাঁচালী'-তে টাকা বিনিয়োগ করতে নারাজ ছিলেন প্রযোজকরা। আর সেই কারণেই কিস্তিতে ওই ছবির শ্যুটিং করতে হয়েছিল সত্যজিৎ রায়কে। অবশেষে মিলেছিল সরকারি সাহায্য। বিধান রায় তাঁকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। 'পথের পাঁচালী' তৈরির ক্ষেত্রে বিজয়া রায়ের কী ভূমিকা ছিল সেটাও দেখানো হয়েছে অনীকের এই 'অপরাজিত' ছবিতে। সত্যজিৎ পত্নীর ভূমিকায় দেখা গিয়েছে সায়নী ঘোষকে।
লেখকের সম্পর্কে জানুন
Sampita Das

পরের খবর