অ্যাপশহর

করোনা-যুদ্ধে সামিল সলমান, এবার মুম্বই পুলিশকে দান হ্যান্ড স্যানিটাইজার

মুম্বই পুলিশের পাশে দাঁড়ালেন বলিউডের ভাইজান সলমান খান। ট্যুইটারে সলমান ও তাঁর সংস্থা 'বিইং হিউম্যান'-এর উদ্দেশে অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। ১ লক্ষ হ্যান্ড স্যানিটাইজার দান করেছেন সলমান খান।

EiSamay.Com 30 May 2020, 7:50 pm

হাইলাইটস

  • করোনাভাইরাসের কালবেলায় এবার মুম্বই পুলিশের পাশে দাঁড়ালেন বলিউডের ভাইজান সলমান খান।
  • কিছুদিন আগে মুম্বইয়ের দিনমজুরদের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছেন।
  • ১ লক্ষ হ্যান্ড স্যানিটাইজার দান করেছেন সলমান খান।
EiSamay.Com সলমান খান
সলমান খান
এই সময় বিনোদন ডেস্ক: নিজের অভিনয়ের কেরিয়ারে একাধিকবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। তাই পুলিশের প্রতি তাঁর বরাবরই শ্রদ্ধা রয়েছে। করোনাভাইরাসের কালবেলায় এবার মুম্বই পুলিশের পাশে দাঁড়ালেন বলিউডের ভাইজান সলমান খান। যুব সেনা সদস্য রাহুল কনল ট্যুইট করে জানিয়েছেন, মুম্বই পুলিশের জন্য হ্যান্ড স্যানিটাইজার দান করেছেন সলমান। পুলিশ দফতরের সবাইকে স্যানিটাইজার দেওয়া হয়েছে।
রাহুল লিখেছেন, 'ধন্যবাদ সলমান খান প্রথম সারির করোনা-যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য।' সলমানের এমন কাজে মুগ্ধ ফ্যানেরাও। ট্যুইটারে সলমান ও তাঁর সংস্থা 'বিইং হিউম্যান'-এর উদ্দেশে অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। ১ লক্ষ হ্যান্ড স্যানিটাইজার দান করেছেন সলমান খান।

লকডাউনে পানভেল ফার্মহাউসে বন্দি বলিউডের মেগাস্টার সলমান খান। তাতে কী? মানুষের পাশে দাঁড়ানো থেকে পিছপা হননি বলিউডের সুলতান। করোনা সংকটের সময় ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫,০০০ কর্মীর যাবতীয় খরচের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। তবে এখানেই থেমে থাকেনি তাঁর কর্মকাণ্ড।

কিছুদিন আগে মুম্বইয়ের দিনমজুরদের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করেছেন রাজনীতিক বাবা সিদ্দিকি। তিনি ট্যুইটে লিখেছেন, 'দিনমজুরদের প্রতি অবদানের জন্য সলমান খানকে ধন্যবাদ। মানুষকে সাহায্য করার ক্ষেত্রে সবসময়ই আপনি সবার আগে এগিয়ে থেকেছেন, আবারও সেই একই বিষয় প্রমাণ করলেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার জন্য এবং কেউ যাতে অভুক্ত নিশিযাপন না-করেন তা নিশ্চিত করার জন্য আপনাকে ধন্যবাদ।'


মালেগাঁও থেকে জরুরি ফোন পাওয়ার পর সেখানকার ৫০ জন মহিলা শ্রমিকের খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও ব্যবস্থা করেছেন সলমান। জানা গিয়েছেন, তাঁর টিম গ্রাউন্ড রিসার্চ করে গরিবদের হাতে সাহায্য তুলে দিয়েছে। সলমানের ম্যানেজার এই তথ্য নিশ্চিত করেছেন। যখনই প্রকৃত কেউ সমস্যায় পড়েছেন, সলমান তখনই তাঁর সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি।

পরের খবর