অ্যাপশহর

হল কী? এবার বজরংবলীর স্মরণে সলমন!

হনুমানের ভূমিকায় এবার সলমন খান! তবে সলমনকে হনুমানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না, বরং শোনা যাবে।

EiSamay.Com 22 Apr 2017, 3:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হনুমানের ভূমিকায় এবার সলমন খান! তবে সলমনকে হনুমানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না, বরং শোনা যাবে। কারণ অ্যানিমেটেড মুভি 'হনুমান দ্য দমদার'-য়ে সিনিয়র হনুমানের গলায় ডাব করেছেন তিনি।
EiSamay.Com salman khan dubs for hanuman in new animated film
হল কী? এবার বজরংবলীর স্মরণে সলমন!


টিপিক্যাল বলিউডি কায়দায় এবার হনুমানের গল্প শোনাবেন নারায়ণ। আরএটি ফিল্ম প্রোডাকশনের এই ছবির গল্প লেখা ও পরিচালনা নারায়ণের। টিভির পর্দায় ছোটা ভিম দেখে অভ্যস্ত যে সব খুদেরা, তাদের কাছে এই ছবি যথেষ্ট আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে।



হনুমানের কিছুটা ছোটবেলার গল্পের সঙ্গে বড় বয়সের কথা দেখানো হবে এখানে। পরিণত বয়সের হনুমানের চরিত্রে কণ্ঠ দিয়েছেন সলমন খান। তাঁর সিগনেচার ডায়লগ ডেলিভারি স্টাইলের ছোঁয়া পাওয়া যাবে এখানেও। সলমন ছাড়াও শোনা যাবে কুনাল খেমু, রবিনা ট্যান্ডন, মকরন্দ দেশপাণ্ডে, বিনয় পাঠক এবং চাঙ্কি পাণ্ডের গলা।


# The trailer of Hanuman Da Damdaar offers an animated version of Lord Hanuman's story in typical Bollywood style.

# Along with his voice, Salman Khan also brings his signature dialogue delivery style to the film as he dubs for the grown-up Hanuman's character.

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল