অ্যাপশহর

রেকর্ড ট্যাক্স দিয়ে সলমন-ই সুলতান! চমকালেন কপিলও!!

ফের তিনি প্রমাণ করলেন বলিউডের সুলতানের তকমা তাঁকেই মানায়। আর হবে নাই বা কেন?

EiSamay.Com 22 Mar 2017, 11:55 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের তিনি প্রমাণ করলেন বলিউডের সুলতানের তকমা তাঁকেই মানায়। আর হবে নাই বা কেন? ২০১৬-১৭ সালের জন্যে আগাম আয়কর হিসেবে যে অর্থরাশি আয়কর দপ্তরে সলমন জমা দিয়েছেন তা তাক লাগিয়ে দিয়েছে।
EiSamay.Com salman khan becomes sultan of bollywood by paying highest advance tax kapil sharma surprises all
রেকর্ড ট্যাক্স দিয়ে সলমন-ই সুলতান! চমকালেন কপিলও!!


অক্ষয় কুমার এবং হৃত্বিক রোশনকে এনেকটাই পিছনে ফেলে দিয়েছেন তিনি। ২০১৬-১৭ অর্থবর্ষের জন্যে তিনি ৪৪ কোটি ৫০ লাখ টাকার আয়কর দিয়েছেন। গতবছর এর পরিমাণ ছিল ৩২ কোটি ২০ লাখ।

তবে যে সেলেবের আগাম আয়করের অঙ্ক আয়কর বিভাগকে অবাক করে দিয়েছে তিনি হলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কপিল শর্মা। গত অর্থবর্ষে যেখানে কপিল শর্মার আগাম আয়করের পরিমাণ ছিল ৭ কোটি, সেখানে ২০১৬-১৭ সালের জন্যে কপিল জমা দিয়েছেন ২৩ কোটি ৯০ লাখ টাকা। অর্থাত্‍ এক বছরে তাঁর আয় বেড়েছে প্রায় ২০৬ শতাংশ।

অন্যদিকে আমির খানের আগাম আয়করের অঙ্ক বিস্মিত করেছে আয়কর দপ্তরকে। তাঁর সাম্প্রতিকতম ছবি দঙ্গল আশাতীত সাফল্য পেলেও আমির খান আগাম কর হিসেবে জমা দিয়েছেন মাত্র ১৪ কোটি ৮০ লাখ টাকা।

# For the entire financial year 2016-17, Salman has paid an advance tax of Rs 44.5 crore, as compared to Rs 32.2 crore paid in the last fiscal 2015-16 to the IT department

# In the current financial year Kapil has paid an advance tax of Rs 23.9 crore compared to only Rs 7 crore in the last fiscal.

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল