অ্যাপশহর

Vicky-Katrina Wedding: ক্যাট-ভিকির পোশাক ডিজাইনে কতটা বেগ পেতে হল সব্যসাচীকে!

Katrina Kaif আর Vicky kaushal-এর বিয়ের পোশাক ডিজাইন করতে গিয়ে ঠিক কতটা বেগ পেতে হয়েছিল আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার, আমাদের ঘরের ছেলে সব্যসাচীকে মুখোপাধ্যায়কে? সিক্রেট ফাঁস করলেন তিনি নিজেই!

EiSamay.Com 13 Dec 2021, 11:26 am
Katrina Kaif-Vicky Kaushal Wedding Trivia: ৯ ডিসেম্বর, সব্বার সব প্রশ্ন, কৌতূহলের জবাব দিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে পা রাখলেন এক নতুন জীবনে। আর সেদিন সন্ধে থেকেই বিয়ের নানা আচার অনুষ্ঠানের ছবি পোস্ট করতে থাকলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের পোশাকের ডিটেল আগেই শেয়ার করেছিলেন ফ্যাশন ডিজাইনার Sayasachi। এবার জানালেন কীভাবে এমন পিকচার পারফেক্ট ওয়ার্ড্রোব তৈরি করা সম্ভব হল তাঁর ও তাঁর টিমের পক্ষে।
EiSamay.Com sabyasachi reveals katrina kaif and vicky kaushal didn’t see their wedding outfits till d-day
ক্যাট-ভিকির পোশাক ডিজাইনে কতটা বেগ পেতে হল সব্যসাচীকে!



একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্‌কারে সব্যসাচী জানালেন, বার বার পোশাকের ট্রায়াল দেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। এমনকি, পোশাক কেমন তৈরি হচ্ছে, দেখতে কেমন লাগছে তারও খোঁজ নেননি দুই তারকা। চোখ বন্ধ করে ভরসা করেছিলেন সব্যসাচীর উপর। বিয়ের দিনই প্রথম তাঁরা পোশাক দেখেন। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের ভাবনাকে তাঁদের পছন্দমতো পোশাকে ফুটিয়ে তুলতে পেরে নিঃসন্দেহে খুবই খুশি বাংলা ছেলে। সব্যসাচী জানালেন, ভিকি ও ক্যাটরিনার পোশাক তৈরির জন্য দুটি আলাদা টিম কাজ করেছে। কিন্তু অদ্ভূতভাবে তাঁদের সবার ভিশন সিঙ্ক করে গিয়েছিল।
It’s Official! চার হাত এক হল ভিকি-ক্যাটরিনার, দেখুন ছবি
অনিমন্ত্রিতদের মানভঞ্জনে ভিকি-ক্যাটরিনার বিশেষ উপহার!
দুই তারকার মধ্যে কে বেশি মেটিকিউলাস? দু’বার ভাবতে হল না সব্যসাচীকে উত্তর দিতে গিয়ে। তাঁর মতে ক্যাটরিনা ভীষণ মেথডিকাল এবং মেটিকিউলাস। পোশাকে তিনি কী চান আর কী চান না সে সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল নায়িকার। ফলে পোশাক ডিজাইন করার সময়ে একেবারেই বেগ পেতে হয়নি সব্যসাচীকে।

সব্যসাচীর তাঁর ইনস্টাগ্রাম পোস্টেই জানিয়েছেন ক্যাটরিনা কইফের ওয়েডিং লেহেঙ্গা তৈরির পিছনে কী কী আইডিয়া কাজ করেছে এবং কোন কোনও এক্সক্লুসিভ জিনিস দিয়ে তৈরি হয়েছে এই লেহেঙ্গা। তবে কনের কথা বলেই থেমে যাননি। ভিকি কৌশলেন শেরওয়ানি নিয়েও লেখেছেন লম্বা পোস্ট।
ভিকি-ক্যাট স্টাইল ফাইল ডিকোডেড!

রূপকথার বিয়ে...সাত পাকের বন্ধনে ভিকি-ক্যাট

কনের জন্যে ছিল ক্লাসিক সব্যসাচী লাল ব্রাইডাল লেহেঙ্গা। হাতে বোনা মটকা সিল্কের উপর করা হয়েছে সূক্ষ্ম টিল্লা ওয়র্ক। আর রয়েছে ভেলভেটের উপর করা ভারী এমব্রয়ডারির জারদৌসি বর্ডার। ভিকি পঞ্জাবী। তাই বিয়েতে কনের পোশাকেও রয়েছে ট্র্যাডিশনাল পঞ্জাবী টাচ। মাথার ভেলে বসানো হয়েছে সোনার উপর হ্যান্ড বিটেন সিলভার ইলেক্ট্রোপ্লেটের উপর হাতে করা কিরণ কাজ। ভারতীয় কনের সাজ অসম্পূর্ণ থেকে যায় মানানসই গয়না ছাড়া। আর সেই ব্রাইড যদি হন বলিউডে নামী অভিনেত্রী, তাহলে ফ্যাশন ডিজাইনারের পক্ষে কাজটা আরও চ্যালেঞ্জিং হয়ে পড়ে। হীরে বড় প্রিয় ক্যাটরিনার। তাই ২২ ক্যারেট সোনার উপর আনকাট ডায়মন্ড বসানো হয়েছে। তার সঙ্গে রয়েছে হাতে গাঁথা মুক্তোর ছরা। আর এই সব কিছুই সব্যসাচীর হেরিটেজ জুয়েলারি কালেকশনের। অন্যদিকে ভিকির মতো টল ডার্ক হ্যান্ডসাম গ্রুমকে যা পরানো হবে তাতেই ভালো লাগবে। কিন্তু এই ধারণায় ভেসে যাননি সব্যসাচী। কনের সঙ্গে বরের সাজও যাতে সমান টক্করের হয় এদিকে থাকে sophisticated টাচ সেদিকে ছিল সজাগ নজর। আইভরি রঙের সিল্কের শেরওয়ানিতে করা হয়েছে ইনট্রিকেট মারোরি এমব্রয়ডারি। আর বাংলার ছেলের ডিজাইনে সিগনেচার বেঙ্গল টাচ তো মাস্ট। শেরওয়ানির সোনার জল করা বোতামটিতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের ছাপ। কুর্তা ও চুড়িদারও সিল্কেরই। কাঁধে শালটি আবার তসর জর্জেটের। তার বর্ডার এবং পল্লুতেও রয়েছে জরির মারোরি এমব্রয়ডারি। মাথার সাফা বা সহজ ভাষায় পাগড়ির ফ্যাব্রিক হিসেবে সব্যসাচী বেছে নিয়েছেন সোনালি রঙের বেনারসি সিল্ক টিস্যু। তার উপরেও লাগানো হয়েছে হ্যান্ড ক্রাফ্টেড কিলাঙ্গি। সহজ করে বলতে গেলে ব্রোচ। পঞ্জাব দা মুন্ডা বিয়ে করতে যাচ্ছেন গলায় হার থাকবে না! পান্নার সঙ্গে রোজ কাট ডায়মন্ড, কোয়ার্টজ এবং ট্যুরমালাইনস দিয়ে তৈরি ১৮ ক্যারেট সোনার এই মালাও সব্যসাচী হেরিটেজ জুয়েলারির।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল