অ্যাপশহর

রসগোল্লার বন্দনাগীত!সাধু সাধু সাধু...

''বাঙালিদের গর্ব এটা বাংলার সম্মান। গপগপিয়ে খাচ্ছে দ্যাখো হিন্দু মুসলমান...রসে মাখামাখি এটা বাঙালিদের গান''। ঠিক এই কারণেই বাংলার গর্ব, বাংলার সম্মন নিয়ে রসে মাখামাখি রসগোল্লার বন্দনাগীত এল মার্কেটে।

EiSamay.Com 8 Dec 2018, 3:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রসে বশে থাকতে ভালোবাসে বাঙালি। জন্মদিন হোক বা বিয়েবাড়ি ফেয়ারওয়েল হোক বা অন্নপ্রাশন শেষপাতে গোলগোল রসগোল্লা মাস্ট। আর পরীক্ষার খাতায় লাল কালির আঁচড়ে গোল্লা হলে তো কথাই নেই। জীবন মরণের সীমানায় দাঁড়িয়ে লাল-সবুজের জামানাতেও তাই পোলাও মাংসের শেষে রসগোল্লার জন্যই মন কাঁদে। ঠিক এই কারণেই বাংলার গর্ব, বাংলার সম্মন নিয়ে রসে মাখামাখি রসগোল্লার বন্দনাগীত এল মার্কেটে। সৌজন্যে উইন্ডোজ প্রযোজিত পরিচালক পাভেলের আসন্ন ছবি 'রসগোল্লা'।
EiSamay.Com রসগোল্লার বন্দনাগীত
রসগোল্লার বন্দনাগীত

অনুপম রায়


এই বন্দনাগীতটি সিনেমায় ব্যববহার করা হয়নি। কিন্তু বাঙালির বড়দিনের আগে তাদের আরও বেশি করে চাগিয়ে তুলতেই এই গান। এই গানের কথা ও সুর অনুপম রায়ের। গেয়েছেন অনুপম, অর্ক মুখোপাধ্যায়, খ্যাঁদা ও শমীক চক্রবর্তী। এই বন্দনায় খোল করতালে সঙ্গত করেছেন জয় নন্দী। এবং গানের সঙ্গে সুন্দর ও মজাদার গ্রাফিক্স করেছেন সুযোগ বন্দ্যোপাধ্যায়।

আরমাত্র কয়েকদিন বাদেই আসছে খাঁটি ছানায় রস টইটুম্বর রসগোল্লা। খাবেন, খাওয়াবেন এবং দেখবেন। আর হ্যাঁ...ডায়াবেটিসের নো চান্স

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল