অ্যাপশহর

চুরি গেল হ্যারি পটারের ‘নতুন’ গল্প!

কী আছে ওই স্ক্রিপ্টে?

EiSamay.Com 12 May 2017, 7:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক চুরিতে হইচই পড়েছে ব্রিটেনে। যে সে চুরি নয়। চুরি গেছে হ্যারি পটার। ব্রিটেনের বার্মিংহ্যাম শহরের এক বাড়ি থেকে চুরি গেছে হ্যারি পটারের এক দুষ্প্রাপ্য স্ক্রিপ্ট। হ্যারি পটারের গল্পের এমন একটি অংশ, যা কখনও প্রকাশ্যে আনেননি লেখিকা জে কে রাওলিং।
EiSamay.Com rare harry potter story stolen
চুরি গেল হ্যারি পটারের ‘নতুন’ গল্প!


৮০০ শব্দের একটি স্ক্রিপ্ট, যা ২০ লাখ টাকায় নিলামে তোলা হয়েছিল। এবং বার্মিংহামের এক বাসিন্দা তা কিনে নেন। যিনি নিজেও পটারের বড় ভক্ত। তার পর থেকে, তাঁর কাছেই ছিল স্ক্রিপ্টটি।
PLEASE DON'T BUY THIS IF YOU'RE OFFERED IT. Originally auctioned for @englishpen, the owner supported writers' freedoms by bidding for it. https://t.co/ljEQyyj9yY — J.K. Rowling (@jk_rowling) May 12,2017 পুলিশের অনুমান, দুর্লভ স্ক্রিপ্টটি চোরাবাজারে বিক্রির চেষ্টা করবে চোরেরা। সেইমতো পটার-ভক্তদের সতর্ক করে দিয়েছে পুলিশ। এমনকী রাওলিং নিজেও এমন কোনও কিছু কিনতে বারণ করেছেন।

কী আছে ওই স্ক্রিপ্টে?
জানা গেছে, হ্যারির বাবা জেমস পটারের যৌবনের গল্প রয়েছে। তবে অনেকের মতে, হ্যারির গল্পের বেশ কিছু নতুন সূত্র রয়েছে ওই স্ক্রিপ্টে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল