অ্যাপশহর

অ্যামাজনে মুক্তি পেল শকুন্তলা দেবীর নতুন গান রানি হিন্দুস্তানি

যে ছবিতেই তিনি হাত দেন, নিমেষে সেই চরিত্র হয়ে ওঠেন বিদ্যা বালন। আলাদা করে নায়িকা বিদ্যাকে আর খুঁজে পাওয়া যায় না। প্রতি বারের মতো শকুন্তলা দেবীতেও হল তাই। তারই ঝলক পাওয়া গেল রানি হিন্দুস্তানি গানটিতে।

EiSamay.Com 23 Jul 2020, 3:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বে তিনি পরিচিত হিউম্যান কম্পিউটার নামেই। চোখের পলকেই জটিল অঙ্কের ধাঁধা সমাধান করে ফেলতে পারতেন শকুন্তলা দেবী। গণিতকে মানুষের কাছে সোজা হিসেবে তুলে ধরার জন্যই নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। এমনই এক অনন্য নারীর সাফল্যে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে বায়োপিক Shakuntala Devi ছবিটি। আগামী ৩১ জুলাই অ্যামাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এবার সামনে এল ছবির গান Rani Hindustani। এই গানের ফ্রেমে তুলে ধরা হয়েছে শকুন্তলা দেবীর ভারত থেকে লন্ডন পাড়ি দেওয়ার ঘটনা।
EiSamay.Com rani hindustani from vidya balan-starrer shakuntala devi released on amazon prime
শকুন্তলা দেবীর নতুন গান রানি হিন্দুস্তানি


এই গানের পরতে পরতে ফুটে উঠেছে এক স্বাধীন ও আত্মবিশ্বাসী নারীর কাহিনী। রানি হিন্দুস্তানি-র সুর দিয়েছেন সচিন-জিগর (Sachin-Jigar) এবং গানটি গেয়েছেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। বৃহস্পতিবারই এই গানের ভিডিয়ো রিলিজ করেছে Amazon Prime।

প্রথাগত কোনও শিক্ষা না থাকলেও তাঁর মেধা ছিল অনন্য। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ (Guinness Book of World Records) তাঁর নাম ওঠে দুটি ১৩ সংখ্যার নম্বর মাত্র ২৮ সেকেন্ডের মধ্যে গুণ করার জন্যে। রানি হিন্দুস্তানি গানটির কথা লিখেছেন ভায়ু (Vayu)।


দেখে নিন রানি হিন্দুস্তানি গানের ঝলক...



সঙ্গীত পরিচালক সচিন-জিগর বলেন, ‘শকুন্তলা দেবীর জীবন মানুষকে অনুপ্রেরণা দেয়। সবাই শুধু ওকে এক অসামান্য গণিতজ্ঞ হিসেবেই চেনেন। কিন্তু তাঁর চরিত্রে লুকিয়ে ছিল আরও অনেক সত্ত্বা, যা বেশিরভাগ মানুষই জানেন না। উনি ভীষণভাবে স্বাধীন এবং আত্মবিশ্বাসী নারী ছিলেন। সেই গুণটাই এই গানে ধরার প্রয়োজন ছিল। ভায়ু খুব সুন্দর কথা লিখেছেন আর সুনিধির গানের তো কোনও তুলনাই হয় না। গানটা জীবন্ত হয়ে উঠেছে সুনিধির গলায়। সেই সঙ্গে বাড়তি পাওনা পর্দায় বিদ্যা বালনের অনন্য চার্ম, যা দর্শককে মুগ্ধ করবে। আশা করি এই গানটি দর্শকের ভালো লাগবে।’

আরও পড়ুন: মুহূর্তে অঙ্কের জটিল ধাঁধার সমাধান, প্রথাগত শিক্ষা ছাড়াই গিনেস বুকে নাম তুলেছিলেন শকুন্তলা দেবী!

শকুন্তলা দেবী শুধু গণিতজ্ঞ নন, নাচ-গান-বেড়ানো-সাজ-প্রিয় এক মায়ের গল্প: মেয়ে অনুপমা

অনু মেনন পরিচালি এই ছবিটির প্রযোজনার দায়িত্বে ছিলেন বিক্রম মলহোত্রা ( Abundantia Entertainment) এবং সোনি পিকচার্স নেটওয়র্কস প্রোডাকশনস (Sony Pictures Networks Productions)। বিদ্যা বালন ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta), অমিত সাধ (Amit Sadh) এবং সানিয়া মলহোত্রাকে (Sanya Malhotra)। সারা বিশ্বের ২০০টি দেশে ৩১ জুলাই মুক্তি পাবে এই ছবি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল