অ্যাপশহর

'দ্য দাদা অফ বলিউড', মিঠুনের বায়োগ্রাফি প্রকাশিত

প্রকাশিত হল মিঠুন চক্রবর্তীর বায়োগ্রাফি ‘Mithun Chakraborty, The Dada Of Bollywood’। বইটি লিখেছেন ফিল্ম সাংবাদিক ও পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। উত্তর কলকাতা থেকে মুম্বইয়ের সুপারস্টার হওয়ার জার্নিকেই তুলে ধরেছেন রাম কমল তাঁর বইতে।

EiSamay.Com 21 Aug 2021, 7:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমা থেকে রাজনীতি দুই জায়গায় যাঁর উজ্বল উপস্থিতি, তিনি হলেন মিঠুন চক্রবর্তী। উত্তর কলকাতার জোড়াবাগান থেকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। তিন তিনটি জাতীয় পুরষ্কার। অমিতাভের অ্যাংরি ইয়ং ম্যান লুকের হিরোর পর ভারতীয় সিনেমায় পা রাখেন এই হিরো। তাঁর এই জার্নিকেই তুলে ধরেছেন ফিল্ম সাংবাদিক রাম কমল মুখোপাধ্যায়। মিঠুন চক্রবর্তীকে নিয়ে লেখা তাঁর বইয়ের নাম ‘Mithun Chakraborty, The Dada Of Bollywood’।
EiSamay.Com mithun chakraborty
মিঠুনের বায়োগ্রাফি (ফাইল ছবি)


‘রানি রাসমণী’ পরিবারে দুঃসংবাদ! বিদায় নিচ্ছেন মথুরবাবু
কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে ডেবিউ মিঠুনের। প্রথম ছবিতেই জাতীয় পুরষ্কার। তবে উত্তর কলকাতার সেই যুবক প্রথম ছবিতে জাতীয় পুরষ্কার পেয়েও নিজেকে কলকাতায় আটকে রাখেননি। চলে গেলেন আরব সাগরের তীরে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে। হিরো হওয়ার রাস্তাটা এতটা সোজা ছিল না মিঠুন চক্রবর্তীর জন্য। ছকে বাঁধা কোনও কিছুই যে তাঁর ছিল না। তাঁকে দেখতে সেই সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য নায়কদের মতো ছিল না। তবে, মিঠুন দর্শকের মন জিতলেন তাঁর নাচ দিয়ে। একেবারে ভিন্ন ঘরানার নাচ যা আগে কখনও দেখেনি ভারতীয় সিনেমার দর্শকরা। আর তাতেই বাজিমাত করলেন জোড়াবাগানের গৌরাঙ্গ। ধীরে ধীরে হয়ে উঠলেন মিঠুন চক্রবর্তী, সেখান থেকে সবার দাদা। তাঁর এই বর্ণময় জীবনের ঘাত-প্রতিঘাত, ওঠাপড়া সবই উঠে আসবে রাম কমলের এই বায়োগ্রাফিতে।
View this post on Instagram A post shared by Ram Kamal Mukherjee (@ramkamalmukherjee)

স্যান্ডি সাহার নাম না করে 'নির্বোধ' বললেন শ্রাবন্তীর ছেলে
এই বইতে যেমন রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তী জীবনের বিশাল রাজপাটের কথা। তেমনই তাঁর ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরেছেন লেখক। এতকিছু পাওয়ার পর দীর্ঘ কয়েকদিন ধরেই তাঁর রাজনৈতিক মত পরিবর্তনের সিদ্ধান্তের জন্যে ক্রমাগত ট্রোলড হতে হয়েছে সামাজিক মাধ্যমগুলিতে। একটা সময় তাঁর ওঠা বসা সবটাই ছিল মিডিয়ার সামনে। পরে বেশ কয়েকবছর নিজেকে সব কিছুর থেকে সরিয়ে নেন মিঠুন চক্রবর্তী। ক্ষণিকের এই বিরতির পর ফের ফিরেছেন কাজে। তাঁকে দেখা যাচ্ছে 'ডান্স ডান্স জুনিয়রে'র মহাগুরুর আসনে। আসলে এক অদম্য জেদের নাম মিঠুন চক্রবর্তী। এবার তাঁকে সাধারণ পাঠকের কাছে তুলে ধরবেন রামকমল। এর আগে হেমা মালিনীর বায়োগ্রাফিও লিখেছেন তিনি। শোনা গিয়েছে, হেমা মালিনীর অনুরোধেই মিঠুন চক্রবর্তীর কাছ থেকে এই বই লেখার অনুমতি পান রাম কমল মুখোপাধ্যায়।

পরের খবর