অ্যাপশহর

‘রিমেক মানেই কি টুকলি করছি?’

গত তিন বছরে তাঁর পরিচালনায় যে তিনটে ছবি দর্শকের বেশি পছন্দ হয়েছে, সেগুলো হল ‘বচ্চন’, বেশ করেছি প্রেম করেছি’ আর ‘কেলোর কীর্তি’৷

EiSamay.Com 26 May 2017, 1:17 pm
পরিচালক রাজা চন্দ-র নতুন ছবি ‘আমার আপনজন’ মুক্তি পাচ্ছে আজ৷ পরিচালকের মুখোমুখি ‘অন্য সময়’
EiSamay.Com raja chanda on his upcoming film amar aponjon
‘রিমেক মানেই কি টুকলি করছি?’


গত তিন বছরে তাঁর পরিচালনায় যে তিনটে ছবি দর্শকের বেশি পছন্দ হয়েছে, সেগুলো হল ‘বচ্চন’, বেশ করেছি প্রেম করেছি’ আর ‘কেলোর কীর্তি’৷ কিন্ত্ত রাজা চন্দ জোর গলায় বলছেন, ‘আমার আপনজন’ তাঁর পরিচালিত ছবির চেয়ে অনেকটাই অন্য স্বাদের৷ কেন এমন দাবি? প্রশ্নের উত্তরে রাজা বলছেন, ‘বাংলা বাণিজ্যিক ছবিতে নায়কের চরিত্র সাধারণত লার্জার দ্যান লাইফ হয়৷ কিন্ত্ত ‘আমার আপনজন’-এ সোহম তেমন কোনও চরিত্র করছে না৷ বাস্তবের মাটি থেকে উঠে আসা একটা চরিত্র করছে৷ অধিকাংশ মানুষের জীবনেই এমন একটা প্রেম থাকে, যা পরিণতি পায় না৷ কিন্ত্ত সেই প্রেমকে মনের মধ্যে রেখেও এগিয়ে যাওয়া যায়, এমনই একটা বার্তা দেয় ‘আমার আপনজন’ ছবি৷’ অন্য স্বাদের ছবি করতে ইচ্ছে হল কেন? রাজা বলছেন, ‘এতদিন দর্শকের যে অংশ আমার তৈরি করা ছবি দেখেছেন, তার বাইরেও বিরাট সংখ্যক দর্শক রয়েছেন, যাঁদের কাছে এবার পেঁৗছতে চাই আমি৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় বা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি দেখতে পছন্দ করেন যাঁরা৷ সেইসব দর্শকের জন্যই অপেক্ষাকৃত ‘সেন্সেবল’ ছবি বানালাম এবার’৷ এ কথা বলার পরই পরিচালক যোগ করছেন, ‘একটা ব্যাপারে আমার মিডিয়ার ওপর অভিমান রয়েছে৷ রিমেক ছবি তৈরি করলেই মিডিয়া প্রচার করে যে, টুকলি করা হচ্ছে! বিষয়টা একদমই সেরকম নয়৷ ধরা যাক রাজস্থানে গিয়ে একটা গল্প দেখে আমার ভালো লাগল৷ বাংলায় ফিরে এসে বাঙালি দর্শকদের জন্য সেই গল্পটা যদি বাঙালি ছাঁচে ফেলে বানাই, তা হলে কি সেটা টুকলি?’

সোহমের সঙ্গে বহুবার কাজ করেছেন পরিচালক৷ নায়িকা শুভশ্রীর সঙ্গে এই প্রথম কাজ করলেন৷ রাজা বলছেন, ‘আমাদের দু’জনের একসঙ্গে কিছুতেই কাজ করা হচ্ছিল না৷ তাই নিয়ে ঝগড়া চলছিল৷ শেষ পর্যন্ত হল৷’ গত তিন বছরে রাজ চক্রবর্তীর সঙ্গে রাজা চন্দর তুলনা টেনে বহু চর্চা হয়েছে টলিপাড়ায়৷ এ প্রসঙ্গে পরিচালকের কী মত? রাজা বলছেন, ‘রাজের সঙ্গে তুলনা আসে দু’টো কারণে৷ প্রথমত, ‘চিরদিনই তুমি যে আমার’ বাংলা ছবিতে ইতিহাস৷ আর দ্বিতীয় কারণ হল, রাজ একের পর এক নতুন মুখকে নিজের ছবিতে সুযোগ দিয়ে তারকা তৈরি করতে সক্ষম হয়েছে৷ তবে রাজ আমার চেয়ে বেশি চর্চায় কারণ মানুষ হিসেবে রঙিন!’

পরিচালকের কথা থেকেই জানা যাচ্ছে, আগামী দিনেও তিনি বাংলা বাণিজ্যিক ছবির চেনা ছক ভেঙে বেরনোর কথা ভাবছেন৷ রাজা বলছেন, ‘নামী প্রযোজনা সংস্থার সঙ্গে চেনা ছকের যেসব ছবি করেছি, সেটার কারণেই আজকে জায়গা তৈরি করতে পেরেছি টালিগঞ্জে৷ কিন্ত্ত গত কয়েক বছরে দর্শকের পছন্দও তো বদলাচ্ছে৷ সেটা মাথায় রেখেই এবার অন্য স্বাদের ছবি করতে চাই৷ আমার অত্যন্ত পছন্দের পরিচালক অপর্ণা সেন, গৌতম ঘোষ৷ তরুণ মজুমদারের ছবি দেখে অনুপ্রাণিত হয়েছি৷ ‘আমার আপনজন’ দেখে একজন দর্শকও যদি বলেন এটা তরুণ মজুমদারের ছবির ঘরাণা, তা হলে সেটাই পরম পাওনা হবে৷ এটাও পরিষ্কার করে দিই, আমার কাছে ছবি আর বিনোদন শব্দ দু’টো সমার্থক৷ তাই ছবি নিয়ে পরীক্ষানিরীক্ষা করলেও দর্শককে বিনোদন থেকে বঞ্চিত করব না কখনও৷’
‘সানডে ফিল্মস’ প্রযোজিত ‘আমার আপনজন’ মুক্তি পাচ্ছে আজ, ২৬ মে
-ভাস্বতী ঘোষ

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল