অ্যাপশহর

‘অচেনা’ রবি ঠাকুরকে পর্দায় ফেরাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্বকবির জীবনের এক অপেক্ষাকৃত কম জানা অধ্যায়কে এ বার সিনেমার পর্দায় নিয়ে আসতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

EiSamay.Com 15 May 2017, 6:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বকবির জীবনের এক অপেক্ষাকৃত কম জানা অধ্যায়কে এ বার সিনেমার পর্দায় নিয়ে আসতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী হিসাবে নয়, প্রযোজক হিসাবে বাংলা এবং মারাঠি ভাষায় একযোগে একটি ছবির প্রযোজনা করছেন যার বিষয় তরুণ রবীন্দ্রনাথের প্রথম প্রেম।
EiSamay.Com priyanka chopra to bring rabindranath tagores love story to screen
‘অচেনা’ রবি ঠাকুরকে পর্দায় ফেরাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া


এর মধ্যে ভোজপুরি, মারাঠি, পাঞ্জাবি, সিকিমি, গোয়ান ভাষায় বিভিন্ন সিনেমা প্রযোজনা করেছেন প্রিয়াঙ্কা। তার মধ্যে সম্প্রতি মারাঠি ভাষায় তৈরি ভেন্টিলেটর ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চে তিনটি বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা পায়। সেরা পরিচালক, সেরা সম্পাদনা এবং সেরা সাউন্ড মিক্সিং-এর জাতীয় পুরস্কার জেতার পর আরও ভালো ভালো গল্প নিয়ে ছবি তৈরির ইচ্ছে প্রকাশ করেছেন পিগ্গি চপস।

গল্পের প্লট ১৮৮৭ সালের মুম্বইয়ে। যেখানে ১৭ বছরের তরুণ রবীন্দ্রনাথ ডা. আত্মারাম পাণ্ডুরঙ্গ-এর বাড়িতে থাকছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় আত্মারামের একমাত্র কন্যা অন্নপূর্ণার সঙ্গে। অন্নপূর্ণা সে সময় সদ্য বিলেত থেকে ফিরেছেন। তাই রবীন্দ্রনাথকে ইংরেজি আদবকায়দা সেখানোর দায়ভার পড়ে তাঁর ওপর। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রেমও এগিয়ে চলে। রবীন্দ্রনাথ তাঁর নাম দেন নলিনী। সে নামে একাধিক কবিতাও লেখেন। তবে পিতৃদেবের আজ্ঞা না মেলায় শেষ পর্যন্ত ব্যর্থ প্রেম নিয়ে ১৮৮০ সালে ফিরে আসেন তরুণ কবি। সে বছরই স্কটল্যান্ড নিবাসী হ্যারল্ড লিটলডেলকে বিয়ে করে দেশ ছেড়ে চলে যান অন্নপূর্ণা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সাগরিকা এই ছবির চিত্রনাট্য লিখে প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে দেখা করেন। গল্প শুনে তিনি জানতে চান ঘটনা কত দূর সত্যি। পরে উজ্জবল এবং সাগরিকার রিসার্চ দেখে এক কথায় রাজি হয়ে যান ছবিটি প্রযোজনা করতে। আগামী অক্টোবর মাস থেকে ছবির শ্যুটিং শুরু হচ্ছে। শান্তিনিকেতনেও ছবির শ্যুটিং হবে জানিয়েছেন পরিচালক।

সৌজন্য: মুম্বই মিরর

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল