অ্যাপশহর

নয়নার চরিত্রে প্রীতি ছিলেন দ্বিতীয় পছন্দ!

ই চরিত্রের জন্যে প্রথমে অফার যায় করণ জোহরের প্রিয় করিনা কাপুরের কাছে। কিন্তু করিনার এই চরিত্র করতে রাজি না হওয়ায় তা যায় প্রীতির কাছে। শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয়ের জন্যে দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেছিলেন করিনা কাপুর।

EiSamay.Com 27 Nov 2019, 3:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০০৩ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর প্রযোজিত নিখিল আডবাণী পরিচালিত ব্লক বাস্টার ছবি কাল হো না হো। শাহরুখ খান-প্রীতি জিন্টা-সইফ আলি খানের প্রেমের নানা মোড় মুগ্ধ করে দর্শককে। কিন্তু জানেন কি নয়না-র চরিত্রের জন্যে প্রথম পছন্দ ছিলেন না প্রীতি জিন্টা।
EiSamay.Com Preity Zinta was not the first choice for the character of naina in the movie kal ho na ho
প্রীতি ছিলেন দ্বিতীয় পছন্দ!


হ্যাঁ, ঠিকই পড়ছেন। এই চরিত্রের জন্যে প্রথমে অফার যায় করণ জোহরের প্রিয় করিনা কাপুরের কাছে। কিন্তু করিনার এই চরিত্র করতে রাজি না হওয়ায় তা যায় প্রীতির কাছে। শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয়ের জন্যে দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেছিলেন করিনা কাপুর। কিন্তু অত পারিশ্রমিক দিতে রাজি ছিলেন না করণ। তাই এই ছবিতে শেষ পর্যন্ত নয়নার চরিত্রে দেখা যায় প্রীতিকেই। তাঁর ফিল্ম কেরিয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় চরিত্র এটিই।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল