অ্যাপশহর

ভয়ংকর ক্যানিবাল! সিনেমা হলেই জ্ঞান হারাচ্ছেন দর্শকরা

ট্রেলারটি নিজের দায়িত্বে দেখুন

EiSamay.Com 13 Jan 2017, 5:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ‘ইভিল ডেড’-এর প্রথম পর্ব। তুমুল আগ্রহের সঙ্গে সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কিন্তু, সিনেমার মাঝ পথেই অ্যাম্বুল্যান্স ডাকতে হয়। সিনেমার ভয়াবহ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যান এক দর্শক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। ২০১৭ সালে এমনই পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। সৌজন্যে, ফরাসি ছবি ‘র‌্য’।
EiSamay.Com people passed out at the screening of cannibal movie
ভয়ংকর ক্যানিবাল! সিনেমা হলেই জ্ঞান হারাচ্ছেন দর্শকরা


ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় রয়েছে ছবিটি। শুধু মাত্র নিরামিষ খাওয়া এক কলেজ ছাত্রী কীভাবে নরখাদক হয়ে উঠবে, তা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় ‘র‌্য’-এর বীভৎসতা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।



সম্প্রতি টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় ‘র‌্য’। ফিল্ম চলাকালীন এক দর্শক অজ্ঞান হয়ে গেলে অ্যাম্বুল্যান্স ডাকতে হয় বলে জানান ছবির মার্কেটিং টিম-এর এক সদস্য। ‘র‌্য’ এর কান পুরস্কার জয়ী পরিচালক জুলিয়া ডকর্না জানান, ‘আমি চাই আরও বেশি দর্শক এই ছবিকে ভয় পান।'

ট্রেলারটি নিজের দায়িত্বে দেখুন,


পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল