অ্যাপশহর

ভাঙা পাঁজরেই শুটিং পঙ্কজ ত্রিপাঠীর

তাঁর জন্য যেন এই সিরিজের কাজ আটকে না থাকে, তাই সাত তাড়াতাড়ি তিনি লন্ডন থেকে ফিরে বিন্দুমাত্র বিশ্রাম না নিয়ে কাজে লেগে পড়েন। লখনৌতে কাজ শেষ করে তিনি বেনারস এবং উত্তরপ্রদেশের অন্যান্য ছোট ছোট শহরে শুটিং সারবেন।

EiSamay.Com 23 Jul 2019, 8:26 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পঙ্কজ ত্রিপাঠী এ বছর প্রচণ্ড ব্যস্ত। পর পর তাঁর ছবির শুট চলছে। এর মধ্যে এক অ্যাকসিডেন্টে তাঁর পাঁজর ভেঙে গিয়েছে। তার মধ্যেই তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন। লন্ডনে ‘৮৩’-র এক দফার শুটিং শেষ করেছেন। লন্ডনে এই ছবির লম্বা শেডিউল শেষ করে পঙ্কজ সবে মাত্র দেশে ফিরেছেন। ফিরেছেন ছবির শুটের কাজ নিয়েই। ভিডিয়ো অন-ডিমান্ড সিরিজ ‘মিরজাপুর ২’-পর শুট করবার জন্য। লন্ডনে যাওয়ার আগে পঙ্কজ এই সিরিজের জন্য এক দফা শুট করে গিয়েছিলেন। এখন তিনি লখনৌতে বাকি শুট শেষ করছেন। তাঁর জন্য যেন এই সিরিজের কাজ আটকে না থাকে, তাই সাত তাড়াতাড়ি তিনি লন্ডন থেকে ফিরে বিন্দুমাত্র বিশ্রাম না নিয়ে কাজে লেগে পড়েন। লখনৌতে কাজ শেষ করে তিনি বেনারস এবং উত্তরপ্রদেশের অন্যান্য ছোট ছোট শহরে শুটিং সারবেন। শেষ হলে তিনি আবার লন্ডন উড়ে যাবেন ‘৮৩’র দ্বিতীয় দফার কাজ শেষ করবার জন্য।
EiSamay.Com pankaj tripathi continues to shoot with a fractured rib cage
পঙ্কজ ত্রিপাঠী


যোগাযোগ করা হলে পঙ্কজ বলেন, ‘‘৮৩’র প্রথম দফার শুটিং শেষ কবার পর আমি লখনৌ ফিরে আসি। পুরোনো টিমের সঙ্গে দেখা এবং কাজ করতে পেরে আমি খুবই উত্তেজিত। লন্ডন এবং স্কটল্যান্ডে প্রায় টানা ৪০ দিন শুটিং করলাম। খুব ঠাণ্ডা ছিল। যদিও ‘৮৩’র টিম খুব সহযোগিতা করেছেন আমার সঙ্গে। ভাঙা পাঁজর নিয়ে কাজ করছি। তাই আমার শিডিউল ওঁরা খুব তাড়াতাড়ি শেষ করে দেন। এই মুহূর্তে আমি দিব্যেন্দু শর্মা, মানে মুন্নার সঙ্গে শট দিচ্ছি। লখনৌ-এর পর আমি বেনারস যাব ‘মিরজাপুর’-এর জন্য শুটিং করতে।’ এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার অগস্ট মাসের মাঝামাঝি মুক্তি পেতে চলেছে ‘সেকরেড গেমস’ ওয়েবসিরিজের সিজন টু। এখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পঙ্কজ।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল