অ্যাপশহর

ওয়াগার ওপারে ধোনির বায়োপিক গেলই না

পাকিস্তানে 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' মুক্তি পেল না৷ পাক সেন্সর বাধ না সাধলেও৷ কেন?

EiSamay.Com 1 Oct 2016, 11:42 am

পাকিস্তানে 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' মুক্তি পেল না৷ পাক সেন্সর বাধ না সাধলেও৷ কেন?

EiSamay.Com pakistan bans ms dhoni the untold story
ওয়াগার ওপারে ধোনির বায়োপিক গেলই না


মহারাষ্ট্র নবনির্মাণ সেনার এদেশে কাজে ব্যস্ত থাকা পাকিস্তানি শিল্পীদের দেশ ছাড়ার হুমকির প্রেক্ষিতে শোনা গিয়েছিল বলিউডে তৈরি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-র বায়োপিক 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' পাকিস্তানে নিষিদ্ধ হতে চলেছে৷ কিন্ত্ত পাকিস্তানের সেন্সর বোর্ডের মুখপাত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাঁদের দেশে এই ছবি নিষিদ্ধ হওয়ার কোনও প্রশ্নই নেই কারণ, ছবির পরিচালক নীরজ পান্ডে তাঁদের কাছে সার্টিফিকেশনের জন্য ছবিটি আদৌ পাঠাননি৷

পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সরস-এর চেয়ারপার্সন মোবাশির হাসান বলেছেন, 'যে ছবি সার্টিফিকেশনের জন্য জমাই পড়েনি সেটা নিষিদ্ধ হবে কী করে? স্থানীয় পরিবেশকরা ছবিটির নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদনই করেননি৷ আমরা সেই সব ছবিকেই সার্টিফিকেট দিয়ে থাকি যেগুলো পাকিস্তানের অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্ত্বকে মাথায় রাখে৷' ভারতীয় ছবি নিয়ে আদৌ কোনও নির্দেশ সরকারের তরফ থেকে বোর্ড পেয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এখনও পর্যন্ত সে রকম কোনও নির্দেশ আমাদের কাছে এসে পৌঁছয়নি৷ আমরা স্বাভাবিক রুটিন মেনেই কাজ করছি৷ গত সপ্তাহে 'ব্যাঞ্জো' নামের ছবিটিকে একটিও কাট ছাড়া ইউনিভার্সাল রেটিং দিয়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে,' জানাচ্ছে পাকিস্তানি কাগজ 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন'৷

'সিন্ধ বোর্ড অফ ফিল্ম সেন্সরস'-এর সেক্রেটারি রাজ্জাক খুহাওয়ার কাগজটিকে বলেছেন, 'ভারতীয় মিডিয়া আমাদের সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে৷ আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি কারণ, আমরা চাই পাকিস্তানি সিনেমার সার্বিক উন্নয়ন৷ আমাদের কাছে কোনও ছবিই নিষিদ্ধ করার আদেশ আসেনি৷' জানা গিয়েছে দু-দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিটি পাকিস্তানে পরিবেশন করার দায়িত্বে যাঁরা ছিলেন, সেই 'আইএমজিসি এন্টারটেনমেন্ট' নিজেরাই স্থির করেছে এই ছবিটি না নিয়ে আসার৷ এই সংস্থার মিডিয়া এবং মার্কেটিং ম্যানেজার সাবিনা ইসলাম জানিয়েছেন, 'দু'দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করে আমরা এই ছবিটি পাকিস্তানে মুক্তি দিতে চাইছি না৷ এমএস ধোনি ভারতবর্ষের হিরো, তাই ব্যাপারটা বিপজ্জনক৷'

এখন পাকিস্তানে দু'টি ভারতীয় ছবি চলছে৷ একটি হল 'ব্যাঞ্জো' এবং অন্যটি 'পিঙ্ক'৷ সেখানকার নুপলেক্স কিংবা সিনেপ্লেক্স-এর মতো প্রিমিয়াম থিয়েটারে ধোনির বায়োপিকের মুক্তি পাওয়ার কোনও চিহ্ন এখনও অবধি নেই৷ পাশাপাশি পাকিস্তানের পরিবেশক মহল আশঙ্কা প্রকাশ করেছেন যে বলিউড ফিল্ম সেদেশে নিষিদ্ধ হলে তাঁদের বাণিজ্যে ঘাটতি পড়বে৷ এট্রিয়াম চেন অফ সিনেপ্লেক্স-এর প্রতিনিধি নাদিম মান্ডভিওয়ালা বলেছেন, 'এদেশে বলিউড এবং হলিউড ছবির প্রতি দর্শকদের আসক্তি এতটাই বেশি যে আগামী কয়েক বছরে পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রিতে তেমন কোনও উন্নতি আশা করা যায় না৷'
পাকিস্তানের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক ওমর আলভি অবশ্য অন্য কথা বলছেন৷ তাঁর মতে, 'অনেক পাকিস্তানি ছবি বেশ ভালো ব্যবসা করেছে সম্প্রতি৷ কিন্ত্ত এখানকার সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে বছরে অন্তত ৫০-৬০টা ছবি বানাতে হবে, যা আমরা এখন করে উঠতে পারছি না৷ এ দেশে শতকরা ৭০ ভাগ ব্যবসা করে প্রধানত বলিউড এবং হলিউড৷ যদি বলিউড ছবি নিষিদ্ধ করা হয় তাহলে ক্ষতিগ্রস্থ হবে প্রত্যেকেই৷'

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল