অ্যাপশহর

কুর্সিচ্যুত নিহলানি পুরনো ফর্মে, প্রথম ছবিই ‘সফ্‌ট পর্ন’!

বাংলায় একটা প্রবাদ রয়েছে, নিজের বেলায় আঁটিসাটি, পরের বেলায় দাঁত কপাটি। পহলাজ নিহলানি আর কিছু না জানুন, হয়তো প্রবাদের মানেটা ভালোই জানেন।

EiSamay.Com 4 Sep 2017, 6:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলায় একটা প্রবাদ রয়েছে, নিজের বেলায় আঁটিসাটি, পরের বেলায় দাঁত কপাটি। পহলাজ নিহলানি আর কিছু না জানুন, হয়তো প্রবাদের মানেটা ভালোই জানেন। ‘সংস্কারি’ এই প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান পদ থেকে সরে যাওয়ার পর প্রথম যে ছবিটি পরিবেশনার দায়িত্ব নিলেন তার নাম ‘জুলি ২’। যদি ছবির ট্রেলার ইতিমধ্যে দেখে থাকেন তবে আর আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়বে না। না দেখে থাকলে দেখুন। বহু দর্শক সরাসরি ছবিটিকে ‘সফ্‌ট পর্ন’ আখ্যা দিচ্ছেন।
EiSamay.Com pahlaj nihalani presents raai laxmi in a super hot avatar in a b grade film
কুর্সিচ্যুত নিহলানি পুরনো ফর্মে, প্রথম ছবিই ‘সফ্‌ট পর্ন’!




এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন দক্ষিণের নায়িকা রাই লক্ষ্মী। জুলির প্রথম পার্ট মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। সেখানে নাম ভূমিকায় ছিলেন নেহা ধুপিয়া। প্রথম ছবির বিষয় যা ছিল, দ্বিতীয় ভাগের বিষয়ও তার থেকে আলাদা কিছু নয়। একজন নবাগতাকে সিনেমার জগতে কত ‘কমপ্রোমাইজ’ করতে হয় সেটাই দেখানো হয়েছে। এটাই নিজের মুখে বলবেন রাই।

ছবিতে দেদার খোলামেলা দৃশ্য রয়েছে। দীপক শিবদাসানি পরিচালিত ছবিটিতে রয়েছেন রতি অগ্নিহোত্রী, আদিত্য শ্রীবাস্তব, রবি কিষেন, সাহিল সালাথিয়া, পঙ্কজ ত্রিপাঠীর মতো পরিচিত মুখ। ছবিটিকে থ্রিলার হিসাবে ট্রেলারে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে চেষ্টাই সার।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল