অ্যাপশহর

সিনেমায় এই প্রথম, বিমানে পোস্টার রজনীর কাবালির

দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের ফিল্ম কাবালির পোস্টার আঁকা হল বিমানের গায়ে।

EiSamay.Com 30 Jun 2016, 1:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের ফিল্ম কাবালির পোস্টার আঁকা হল বিমানের গায়ে। ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও বিমান ডেডিকেট করা হল একটি সিনেমার জন্য।
EiSamay.Com now a jet dons rajinikanths kabali poster
সিনেমায় এই প্রথম, বিমানে পোস্টার রজনীর কাবালির


এয়ার এশিয়ার একটি বিমানের বাইরের দিকে বড় করে দেওয়া হয়েছে থ্যালাইভার ছবি। লেখা রয়েছে তাঁর আপকামিং ফিল্ম কাবালির নামও। অভিনব এই প্রচারকৌশলে কাবালির অফিসিয়াল এয়ারলাইন পার্টনার এয়ার এশিয়ার বার্তা, 'সুপারস্টারের মতো উড়ুন।'

এয়ার এশিয়া নেটওয়ার্কের সব জায়গাতেই যাবে এই বিশেষ বিমান। বেঙ্গালুরু, দিল্লি, গোয়া, পুনে, চণ্ডীগড়, জয়পুর, গুয়াহাটি, ইম্ফল, ভাইজাগ ও কোচির আকাশে উড়ে বেড়াবে রজনীকান্তের মুখ।

খুব শিগগিরই কাবালির মুক্তির দিন ঘোষণা করবেন ছবির প্রযোজক কালাইপুলি এস থানু। পা রঞ্জিথ পরিচালিত এই ফিল্মের প্রধান চরিত্র রজনীকান্ত ও রাধিকা আপ্তে। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণ।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল