অ্যাপশহর

রবীন্দ্রনাথের বিনির্মাণ? অপর্ণার 'ঘরে বাইরে' এবং গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড!

১৯৮৪ এর পর ২০১৯। সত্যজিত রায়ের পর রবীন্দ্রনাথের ঘরে বাইরে অবলম্বনে এবার অন্যরকম লেন্সবন্দির প্রয়াস নিলেন অপর্ণা সেন।

EiSamay.Com 22 Jul 2019, 11:59 pm

হাইলাইটস

  • এই সিনেমায় সমাজের অন্ধকার দিকেই ফোকাস তাঁর মূল লক্ষ্য।
  • সাম্প্রতিক সময়ে তাঁর রাজনৈতিক মতের অন্যতম দৃষ্টান্তও বলা যায় এই সিনেমাকে।
  • হিন্দু বনাম মুসলিম কিংবা জোর করে চাপিয়ে দেওয়া
  • ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠবে ঘরে বাইরে আজ।
EiSamay.Com অপর্ণা সেন
অপর্ণা সেন
এই সময় বিনোদন ডেস্ক: ১৯৮৪ এর পর ২০১৯। সত্যজিত রায়ের পর রবীন্দ্রনাথের ঘরে বাইরে অবলম্বনে এবার অন্যরকম লেন্সবন্দির প্রয়াস নিলেন অপর্ণা সেন। অবশ্য এই গল্পের সঙ্গে তিনি মিলিয়েছেন সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা মামলাও। ঘরে বাইরে আজ এই নামেই সিনেমা বানাচ্ছেন অপর্ণা। মুখ্য চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং তুহিনা দাসকে।
এই সিনেমায় সমাজের অন্ধকার দিকেই ফোকাস তাঁর মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে তাঁর রাজনৈতিক মতের অন্যতম দৃষ্টান্তও বলা যায় এই সিনেমাকে। হিন্দু বনাম মুসলিম কিংবা জোর করে চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠবে ঘরে বাইরে আজ। সওয়াল করবে সুস্থ গণতন্ত্রের। মিস্টার এবং মিসেস আইয়ারের মতো এই সিনেমাও দেখাবে ঘরে আর বাইরের পৃথিবীর ফারাক। শুধু তাই নয়, বাইরের রাজনীতি যখন খাবার টেবিলে ঘরোয়া সম্পর্কে প্রভাব বিস্তার করে তখন তার রূপই বা কেমন হয়..তাই এ ছবিকে সম্পূর্ন ভাবে রাজনৈতিক ছবি বলাতেই তিনি বিশ্বাসী।

তবে পরিচালক একথাও জোর দিয়ে বলেছেন যে, তাঁর সিনেমা কোনওভাবেই কারোর মর্যাদাহানি বা রাষ্ট্রদ্রোহিতার কথা বলবে না।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল