অ্যাপশহর

রেকর্ড ভিউ! নেটফ্লিক্সে 'এক্সট্রাকশন' দেখল ৯ কোটি পরিবার

সব রেকর্ডকে পিছনে ফেলে দিতে চলেছে ক্রিস হেমসওয়ার্থের এক্সট্রাকশন। এখনও পর্যন্ত অনলাইনে এই অক্যাশন-থ্রিলার মুভিটি দেখেছে ৯ কোটি পরিবার। লকডাউনের জেরে এই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করছেন সিনেমার নির্মাতারা।

EiSamay.Com 3 May 2020, 11:52 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত মুভি হিসেবে রেকর্ড গড়তে চলেছে এক্সট্রাকশন। অনলাইনে মুক্তি পাওয়ার ১ মাসের মধ্যেই ছবিটি দেখে ফেলেছে ৯ কোটি পরিবার!
EiSamay.Com extraction
সিনেমার একটি দৃশ্য।


ট্যুইটারে নেটফ্লিক্স ফ্লিম অ্যাকাউন্ট থেকে একথা জানানো হয়েছে। এক্সট্রাকশনের আগে সিক্স আন্ডার গ্রাউন্ড এবং মার্ডার মিস্ট্রি মুক্তি পেয়েছিল। তবে প্রথম চার সপ্তাহের মধ্যে মাইকেল বে নির্মিত সিক্স আন্ডারগ্রাউন্ড দেখেন ৮ কোটি ৩০ লক্ষ পরিবার। প্রথম তিনদিনে অ্যাডাম স্যান্ডলার ও জেনিফার অ্যানিস্টোন অভিনীত মার্ডার মিস্ট্রি দেখা হয় ৩ কোটি অ্যাকাউন্ট থেকে। তবে সেই সব রেকর্ড ভেঙে দেবে বলেই মনে করছেন এই সিনেমার নির্মাতারা।


গত ২৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় এই দুর্দান্ত অ্যাকশন মুভিটি। এই ছবিটির প্রযোজক জো এবং অ্যান্টনি রুশো ট্যুইটারে ছবিটির তৈরির সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।


পরিচালক স্যাম হারগ্রেভের এই অসাধারণ অ্যাকশন-থ্রিলার ফিল্মে ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুড্ডা, প্রিয়াংশু পেইনউলি, পঙ্কজ ত্রিপাঠী, ডেভিড হারবার ও গ্লোশিফতেহ ফারাহানি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল