অ্যাপশহর

দীপিকার মাদক-যোগ! ২০১৭ সালের রাতের পার্টির ফুটেজ খতিয়ে দেখবে এনসিবি...

সারা আলি খান, রাকুল প্রীতের পর মাদক চক্রের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী দিয়া মির্জা এবং দীপিকা পাডুকোনের। দিপীকা কী আদৌ মদক সেবন করেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে এনসিবি...

EiSamay.Com 23 Sep 2020, 2:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে বলিউডে ড্রাগ যোগ পেয়েছিল এনসিবি। সেই সূত্র ধরেই গ্রেফতার হন এই মামলার মূল অভিযুক্ত রেহা চক্রবর্তী-সহ একাধিক জন। ড্রাগ চক্রে এবার নাম জড়ালো দীপিকা পাডুকোনের! সম্প্রতি একটি হোয়্যাটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁর ম্যানেজার কাছে দীপিকা 'মাল', 'হ্যাশ' চাইছেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে তলব করেছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা।
EiSamay.Com ncb to probe cctv footage of 2017 koko club party attended by deepika padukone regarding drug nexus in bollywood
এনসিবি-র নজরে দীপিকা পাডুকোন


এই প্রসঙ্গে অবশ্য দীপিকার উপর থেকে এখনও সংকট কাটেনি। চ্যাটে Koko নামের একটি রেস্তোরাঁয় তাঁদের দেখা করার উল্লেখও ছিল। কাকতালীয়ভাবে ওই দিনই (২৮ অক্টোবর, ২০১৭) রাতে আরও কিছু বলিউড তারকার পাশাপাশি দীপিকা পাডুকোনও Koko ক্লাবে পার্টিতে যান। তিনি ছাড়াও সেদিন মুম্বইয়ের লোয়ার পারেলের ওই ক্লাবের পার্টিতে উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মলহোত্রা এবং আদিত্য কাপুরও। Times Now-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এবার তদন্তকারী সংস্থা নার্কোটিকস কনট্রোল ব্যুরোর নজরে পড়ছে কোকো ক্লাবে আয়োজিত হাই-প্রোফাইল পার্টিটি। ২০১৭ সালের ২৮ অক্টোবর রাতে ক্লাবের পার্টিতে ঠিক কী কী হয়েছিল তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে এনসিবি।

অন্যদিকে এনসিবি-র সমন পেয়ে দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছেন। জানিয়েছেন, তাঁর শরীর ভালো না থাকায় এই অনুরোধ করছেন। অন্যদিকে শকুন বত্রার আগামী ছবির শ্যুটিংয়ের জন্যে বর্তমানে গোয়ায় রয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। সূত্র মারফত জানা গিয়েছে এই মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ায় অবিলম্বে গোয়া ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। কথা বলবেন তাঁর লিগাল টিমের সঙ্গে।

আরও পড়ুন: সুশান্তের সঙ্গে ড্রাগের আসরে বসতেন সারা, রাকুলপ্রীত! রিয়ার স্বীকারোক্তিতে অস্বস্তিতে বলিউড

উল্লেখ্য, সুশান্ত মৃত্যুতে মাদক যোগের দিক খতিয়ে দেখতে এবার এই মামলায় হস্তক্ষেপ করতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। এ বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এই মামলা ব্যতিক্রম এনআইএ-র কাছে। কারণ প্রধানত সন্ত্রাসের সঙ্গে মোকাবিলার জন্যেই তৈরি করা হয়েছিল এই বিভাগ। তবে যেভাবে বলিউডের নাম মাদকচক্রের সঙ্গে জড়িয়ে গিয়েছে এবং নিত্য নতুন নাম সামনে আসছে, তাতে তদন্তের ক্ষেত্রে এনআইএ-র হস্তক্ষেপ জরুরি বলে মনে করছে কেন্দ্র সরকার। এই পদক্ষেপ কার্যকর হলে এই নিয়ে চতুর্থ কেন্দ্রীয় সংস্থা যুক্ত হবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে। এর আগে তদন্ত শুরু করেছিল সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এবং নার্কোটিকস কনট্রোল ব্যুরো।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল