অ্যাপশহর

‘সুন্দরদের সঙ্গে আমার জুটি হয় না, ধন্যবাদ’

খুব সংক্ষেপে , অনেকটা নিজের অভিনয় স্টাইলের মতোই , নিজের ক্ষোভ জানালেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷

Ei Samay 19 Jul 2017, 2:33 pm
খুব সংক্ষেপে , অনেকটা নিজের অভিনয় স্টাইলের মতোই , নিজের ক্ষোভ জানালেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ৷ হালে তিনি যে ট্যুইট করেছেন , তাতে প্রকাশ পেয়েছে তাঁর এই ক্ষোভ আর অভিমান৷ তিনি লিখেছেন , ‘আমায় মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে সুন্দর আর ফর্সাদের সঙ্গে পরদায় আমায় মানায় না৷ তবে বিষয়টি নিয়ে আমি বিশেষ ভাবিত নই৷ আমলও দিই না৷ ’
EiSamay.Com nawazuddin siddiqui hints at racism tweets about not being cast with fair actors
‘সুন্দরদের সঙ্গে আমার জুটি হয় না, ধন্যবাদ’


এই প্রতিবেদন মুদ্রণে যাওয়ার সময় পর্যন্ত নওয়াজ নতুন করে আর কিছু খোলসা করেননি , কেন তাঁর এই ট্যুইট, বা, এর নেপথ্যের কারণটাই বা কী ? তবে এটা সহজেই অনুমেয় বিশ্বজুড়ে বলিউডের যতই খ্যাতি থাক না কেন টিনসেল টাউনে অভিনেতা অভিনেত্রী মানে তথাকথিত ‘সুন্দর আর সাদা ’র প্রতি একটা পরোক্ষ সমর্থন আছে , এই বিষয়টির দিকেই আঙুল তুলেছেন নওয়াজ৷ তবে ঠিক কী ঘটেছে , সেটা সবিস্তারে জানাননি৷ বলিউড ইন্ডাস্ট্রির ইনসাইডাররা জানেন , কেরিয়ারের প্রথম দিকে বেশ কয়েকটি ছবি , এমনকী টিভি সিরিজেও নওয়াজকে নেওয়া হয়নি তাঁর ‘লুক’-এর জন্য৷ এমনকী সুযোগ পেলেও তাঁর অভিনয় দক্ষতা প্রমাণের জন্য তাঁকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে৷ সেই হিসেবে বলিউডে পুরোদস্ত্তর নিজেকে উজাড় করে দেওয়ার প্রথম সুযোগ পেয়েছিলেন ‘কাহিনি ’ ছবিতে৷

তারপর ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘রইস’, ‘বজরঙ্গি ভাইজান ’একের পর এক ছবিতে নিজের জাত চিনিয়ে দিয়েছেন নওয়াজ৷ তাঁর ছবিতে কোনও মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হোক বা না হোক , নওয়াজ নিজের চরিত্রে বরাবরই থেকে যান উজ্জ্বল৷ আলাদা করে মনে রাখার মতো৷ তবুও , ঝুলিতে এতগুলো উল্লেখযোগ্য কাজের নজির থাকা সত্ত্বেও , টিনসেল টাউনের কেউ -কেউ মনে করছেন , তাঁর রং আর লুক-এর জন্য অতি সম্প্রতি কোনও ছবির ব্যাপারে নওয়াজের প্রতি অবিচার করা হয়েছে৷

‘অন্য সময় ’-কে দেওয়া এক সাক্ষাত্কারে নওয়াজ আগে জানিয়েছিলেন তাঁর ‘স্ট্রাগলার ’ হিসেবে বলিউডে কাজ করার দিনগুলোর কথা৷ তাঁর কথায় , অনেক প্রযোজকই নাকি তাঁকে কাজ দেননি এই বলে যে সিনেমার পর্দায় তাঁকে মোটেই মানাবে না৷ আদৌ অভিনেতা হওয়ার যোগ্যতাই নাকি তাঁর নেই৷ বরং নাটকে মনোনিবেশ করলে, তিনি মুম্বইতে নিজের পায়ে দাঁড়াতে পারবেন৷ শুরুর দিনের অভিজ্ঞতা কি নতুন করে আবার হল নওয়াজের ? সময়ই এর উত্তর দেবে!

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল