অ্যাপশহর

WOW! মহাকাশে বিজ্ঞানীদের ‘স্টার ওয়ার্স’ দেখাবে NASA!!

বড়দিনেই মুক্তি পাওয়ার কথা ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’

EiSamay.Com 14 Dec 2017, 8:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বড়দিনেই মুক্তি পাওয়ার কথা। কিন্তু, অনেক আগে থেকেই ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’ নিয়ে উন্মাদনা তুঙ্গে ভক্তদের মধ্যে। সেই তালিকায় এবার নাম লেখাল, NASA-ও।
EiSamay.Com nasa to screen starwars the last jedi for crew in space
WOW! মহাকাশে বিজ্ঞানীদের ‘স্টার ওয়ার্স’ দেখাবে NASA!!


মহাকাশে NASA-র বিজ্ঞানীদের জন্য ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই’ ছবিটি দেখানোর ব্যবস্থা করা হবে। NASA-র পাবলিক অফিসার সম্প্রতি জানিয়েছেন, ‘মহাকাশে আমাদের সহকর্মীদের জন্য স্টার ওয়ার্স দেখার বিশেষ ব্যবস্থা করা হবে।’

তবে কীভাবে এই দেখানো হবে, তা এখনও স্পষ্ট নয়। সাধারণত DVD হিসেবেই ছবি পাঠানো হয় ISS বা আন্তর্জাতিক স্পেশ স্টেশনে। তবে এক্ষেত্রে অন্য পদ্ধতি নেওয়া হতে পারে।

এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, SpaceX ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে ডিজিটাল ফাইল পাঠাতে পারে NASA। প্রসঙ্গত, ISS-তে NASA-র কমপক্ষে ৫০০টি ডিজিটাল ছবির কালেকশন রয়েছে। অর্থাৎ, মহাকাশে থাকলেও সিনেমার মাধ্যমে বিনোদন থেকে বঞ্চিত নন বিজ্ঞানীরা।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল