অ্যাপশহর

#MeToo: এবার সোশ্যাল মিডিয়ায় সরব রহমান

জানালেন যৌন হেনস্থায় যাঁদের নাম উঠে এসেছে, তা দেখে তিনি হতবাক। যাঁরা প্রকাশ্যে এসে নিজেদের হেনস্থার কথা সবার সামনে তুলে ধরেছেন সেই সব নারীদের পাশে আছেন বলেই জানিয়েছেন তিনি।

EiSamay.Com 23 Oct 2018, 11:10 am
এই সময় ডিজিটাল ডেস্ক: #MeToo নিয়ে অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন সঙ্গীতশিল্পী এ আর রহমান।
EiSamay.Com মুখ খুললেন রহমান
মুখ খুললেন রহমান


যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে একে একে বিকাশ বাহল, নানা পাটেকর, অলোক নাথ, সাজিদ খান, রঘু দীক্ষিত, অনু মালিক এবং আরও বেশ কয়েকজন খ্যাতনামা বলি সেলেবের। তাঁদের বিরুদ্ধে উঠেছে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ।

এই সব নিয়ে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে মত প্রকাশ করলেন রহমান। জানালেন যৌন হেনস্থায় যাঁদের নাম উঠে এসেছে, তা দেখে তিনি হতবাক। যাঁরা প্রকাশ্যে এসে নিজেদের হেনস্থার কথা সবার সামনে তুলে ধরেছেন সেই সব নারীদের পাশে আছেন বলেই জানিয়েছেন তিনি। একই সঙ্গে রহমান সবাইকে সচেতন করেছেন ইন্টারনেট জাস্টিস সিস্টেম সম্পর্কে। বলেছেন সাবধান না হলে অপব্যবহার হতে পারে সোশ্যাল মিডিয়ার।

ঠিক কী লিখেছেন এ আর রহমান তাঁর ট্যুইটে? দেখে নিন নিজেই...

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল