অ্যাপশহর

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! এবার মাল্টিপ্লেক্সে নেওয়া যাবে নিজের জলের বোতল ও খাবার

১৯৯৫ সালের সিনেমা রেগুলেশন অ্যাক্টে সিনেমা হলে যে বোতল ও নিজের স্ন্যাক্স বক্স নিয়ে প্রবেশ করতে পারবেন না, তা কোথাও উল্লেখ নেই। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশের প্রায় অধিকাংশই মাল্টিপ্লেক্সগুলি নিজেদের মুনাফার জন্য ও নিরাপত্তার ছুতো দেখিয়ে খাবার ও জলের বোতল নিয়ে প্রবেশ করতে দেয় না।

EiSamay.Com 10 Dec 2019, 3:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সিবনেমা হলে মুভি চলাকালীন বাড়ি থেকে আনা খাবার ও জলের বোতল ব্যবহার করতে পারবেন দর্শকরা, এমনটাই নির্দেশিকা জারি করল হায়দরাবাদ পুলিশ। আরটিআইকে মামলার জেরে এমন নিষেধাজ্ঞাকে তুলে দিতে বাধ্য হয়েছে পুলিশ এমনটাই খবর। হায়দরাবাদের দুর্নীতি-বিরোধী অ্যাক্টিভিস্ট বিজয় গোপাল এই বিষয় নিয়ে মামলা দায়ের করেন। সেই মামলার জেরেই এদিন এমন নির্দেশিকা জারি করা হয় গোটা হায়দরাবাদে।
EiSamay.Com D6
ছবিটি প্রতীকী


১৯৯৫ সালের সিনেমা রেগুলেশন অ্যাক্টে সিনেমা হলে যে বোতল ও নিজের স্ন্যাক্স বক্স নিয়ে প্রবেশ করতে পারবেন না, তা কোথাও উল্লেখ নেই। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশের প্রায় অধিকাংশই মাল্টিপ্লেক্সগুলি নিজেদের মুনাফার জন্য ও নিরাপত্তার ছুতো দেখিয়ে খাবার ও জলের বোতল নিয়ে প্রবেশ করতে দেয় না।

দুবছর আগে, আইনক্সের মাল্টিপ্লেক্সে পাঁচ হাজার টাকার অর্ডার করার পাশাপাশি জলের বোতলের জন্য আলাদা করে ১০০০টাকা চার্জ দিয়েছিলেন বিজয়। ফোরাম পরে নোটিশ করে যে একই জলের বোতলের জন্য দুটি এমআরপি থাকতে পারে না এবং আইএনওক্সকে অন্যায়ভাবে ব্যবসা বন্ধ করতে বলা হয়েছিল।

অন্যদিকে এও বলা হয়েছে যে কোনও সিঙ্গল স্ক্রিন থিয়েটার থ্রিডি গ্লাসের জন্য কাস্টমারের কাছ থেকে বাড়তি চার্জ নিতে পারবে না।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল