অ্যাপশহর

মনঃকষ্টে ভুগছেন মিমি চক্রবর্তী!

মন খারাপ মিমি চক্রবর্তীর। ভুয়ো ভ্যাকসিন নেওয়ার চারদিন পর থেকেই অসুস্হ হয়ে পড়েন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। গলব্লাডারের ব্যাথা ফিরে আসায় এই অসুস্হতা মিমি চক্রবর্তীর। শরীর খারাপের মধ্য়েই কী লিখলেন মিমি? বিস্তারিত জানতে নীচে পড়ুন...

EiSamay.Com 30 Jun 2021, 6:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্য এখন তোলপাড় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ক দেবাঞ্জন দেবকে নিয়ে। তাঁকে ধরিয়ে দেওয়ার পিছনে অন্যতম ভূমিকা নিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। কসবার টিকা কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছিলেন তিনিও। পরে সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন। ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর শনিবার থেকেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তারপর থেকে সকলেই চিন্তায় পড়ে যান অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে। শনিবার ভোর চারটে থেকে মারত্মক পেটে ব্যথা শুরু হয় অভিনেত্রীর। আগে থেকেই মিমির গলব্লাডারের সমস্যা ছিল। সেটাই ঘুরে ফিরে দেখা দিয়েছে।
EiSamay.Com Mimi CHAKRABORTY
মিমি চক্রবর্তী ( ফাইল চিত্র)

View this post on Instagram A post shared by Mimi (@mimichakraborty)


মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে রাজি হননি অভিনেত্রী। বাড়ি থেকেই চলছে তাঁর চিকিৎসা। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন মিমি। সেখানে তাঁর মনঃকষ্টের কথা ভাগ করে নেন সকলের সঙ্গে।
রুক্মিনী-দেবের জীবনে প্রজাপতির আবির্ভাব! সামথিং সামথিং?
অভিনেত্রী-সাংসদ তাঁর দীর্ঘ পোস্টে জানান ‘খারাপ দিনগুলো কেমন হয় জানতে চাইলে বলব, তা অনুভব করেছি’। মিমি আরও লেখেন, ‘যদি তোমরা আমরা জন্য প্রার্থনা করে থাক তবে ধন্যবাদ। যদি না কর তাও ধন্যবাদ’। মিমির আরও মন্তব্য, ‘শারিরীক ও মানসিক দুই যন্ত্রনায় জর্জরিত ছিলাম এই ক’দিন’। আগের থেকে আরও অনেক বেশি শক্তিশালী করার জন্য ধন্যবাদ জানান মিমি। অভিনেত্রী তাঁর পোস্ট এটাও স্পষ্ট করেন যে আগের থেকে তিনি এখন সুস্থ রয়েছেন। চিকিৎসা চলেছে তাঁর। এবং যার কারণে এই বিপত্তি সেই গলব্লাডারের সমস্যাও কমেছে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ক দেবাঞ্জনকে ধরিয়ে দেওয়ার জন্য একাংশ যেমন প্রশংসা করেছে তাঁর। তেমনই কটাক্ষের মুখেও পড়তে হয়েছে মিমি চক্রবর্তীকে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল