অ্যাপশহর

‘অন্য’ ছবির আর জায়গা নেই, তাই বিদায় স্করসেসির

সংবাদমাধ্যমকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন পরিচালক মার্টিন স্করসেসি। তাঁর নতুন ফিল্ম ‘দি আইরিশম্যান’ হালে একটি অনলাইন স্ট্রিমিং পোর্টালে মুক্তি পেয়েছে। দর্শক এবং চলচ্চিত্র-সমালোচক মহলে ছবিটি প্রশংসিত হয়েছে।

EiSamay.Com 23 Dec 2019, 12:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ‘অন্য ধরন’-এর সিনেমার আর কোনও জায়গা নেই। তাই সিনেমা থেকে বিদায়!
EiSamay.Com D1
পরিচালক মার্টিন স্করসেসি


সংবাদমাধ্যমকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন পরিচালক মার্টিন স্করসেসি। তাঁর নতুন ফিল্ম ‘দি আইরিশম্যান’ হালে একটি অনলাইন স্ট্রিমিং পোর্টালে মুক্তি পেয়েছে। দর্শক এবং চলচ্চিত্র-সমালোচক মহলে ছবিটি প্রশংসিত হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক এই মনোভাব ব্যক্ত করেছেন। ‘অন্য ধরন’ বলতে কী বোঝাতে চাইছেন তিনি? স্করসেসির কথায়, ‘এখন প্রেক্ষাগৃহগুলো শুধুই নতুন সুপারহিরো-ফিল্ম দেখাতে ব্যস্ত। একটি মাল্টিপ্লেক্সে ১২টা স্ক্রিনের মধ্যে থাকে, ১১টাতেই চলছে সুপারহিরো-ফিল্ম। খুব ভালো। কিন্তু তা বলে ১১টা স্ক্রিনেই!

অনেকেরই মনে আছে, চলতি বছরে স্করসেসি ‘অ্যাভেঞ্জার’-গোত্রের সুপারহিরো-ফিল্মের কড়া সমালোচনা করেছিলেন। বলেছিলেন, এগুলো ‘সিনেমা কম’, ‘থিম পার্ক বেড়ানো’ বেশি। এই কথায় জলঘোলা হয়। বহু তাবড় ব্যক্তিত্বই তাঁর কথা সমর্থন করেন। আবার হলিউডের অনেক বড় নাম স্করসেসির উল্টো মতও ব্যক্ত করেন। তবে শেষ পর্যন্ত যে সুপারহিরো-ব্যতিরেকে ‘অন্য ধরন’-এর ছবি তৈরির সুযোগ কমে যাচ্ছে বলে, তিনি চলচ্চিত্র দুনিয়া থেকে স্বেচ্ছাবসর নিতে পারেন, তেমনটা কেউ ভাবেননি।

গ্যাংস্টার-কাহিনির উপর নির্ভর করে তৈরি ‘দি আইরিশম্যান’ আমেরিকার প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছিল। স্ট্রিমিং কোম্পানি এবং হল-মালিকদের চুক্তি অনুযায়ী, ছবিটি মাত্র এক সপ্তাহ বড় পর্দায় দেখানো হয়। এ জন্য তাঁর কোনও আক্ষেপ নেই। বরং ছবিটি বানানোর সময় তিনি যে পূর্ণ স্বাধীনতা পেয়েছেন প্রযোজকদের থেকে, তার জন্য তিনি খুশি। ‘কিন্তু অন্য ধরনের ছবির জায়গা কমে আসছে। জানি না, আর ক’টা ছবি বানাতে পারব! হয়তো এটা দিয়েই শেষ। এটাই শেষ’, বলেছেন ‘ট্যাক্সি ড্রাইভার’-এর নির্মাতা। যিনি আর চালকের আসনে বসতে চান না। কারণ তিনি জানেন, সিনেমার নতুন গাড়িটা আর অচেনা রাস্তা দিয়ে দিগন্তের দিকে ছুটে যাবে না, ‘অ্যামিউজমেন্ট পার্ক’-এ চক্কর কাটিয়ে ফিরিয়ে আনবে সেই টিকিট কাউন্টারের সামনেই। তাই বিদায়!

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল