অ্যাপশহর

মালালার বায়োপিকে কোরানের অপমান! ফতোয়া জারি পরিচালকের বিরুদ্ধে...

কিন্তু এখনও আইনি কোনও পদক্ষেপ করতে চান না পরিচালক। তাঁর বক্তব্য, ‘আমি শান্তির উপর ছবি তৈরি করেছি। এখনই যদি ওই মৌলবির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করি, তাহলে ওঁকে নিয়ে টানাটানি শুরু হবে। তাই যদি হয়, তাহলে ছবিতে শান্তির বার্তা ছড়িয়ে কী লাভ!’

EiSamay.Com 29 Jan 2020, 10:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সাহসী কন্যা নোবেল জয়ী মালালা ইউসুফজাহির জীবনের উপর ছবি তৈরি করেছেন পরিচালক এইচ ই আমজাদ খান। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবি Gul Makai-এর। কিন্তু মুক্তির আগেই বিপত্তি। পরিচালকের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন নয়ডার এক মৌলবি। তাঁর দাবি, ছবিতে কোরান-কে অসম্মান করা হয়েছে।
EiSamay.Com Malala Yousafzai biopic director gets fatwa from Muslim cleric
মালালা বায়োপিকের পোস্টার



আমজাদ খান জানিয়েছেন, ছবি শুরু করার সময় থেকেই বহুবার হুমকি পেয়েছেন তিনি। এবার তাঁর ছবির পোস্টার নিয়ে আপত্তি তুলেছেন নয়ডার এই মৌলবি। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্‍কারে খান জানিয়েছেন,’পোস্টারে দেখা যাচ্ছে মালালা হাতে একটি বই নিয়ে বিস্ফোরণের পাশে দাঁড়িয়ে আছে। মৌলবি মনে করেছেন সেই বই কোরান। ওঁর ধারনা আমরা পবিত্র কোরানকে যথাযথ সম্মান জানাইনি। উনি তো আমাকে কাফিরও বলেছেন। ওঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। বোঝানোর চেষ্টা করব, মালালার হাতে ধরে থাকা বইটি কোরান নয়,একটি ইংরেজি বই।’

কিন্তু এখনও আইনি কোনও পদক্ষেপ করতে চান না পরিচালক। তাঁর বক্তব্য, ‘আমি শান্তির উপর ছবি তৈরি করেছি। এখনই যদি ওই মৌলবির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করি, তাহলে ওঁকে নিয়ে টানাটানি শুরু হবে। তাই যদি হয়, তাহলে ছবিতে শান্তির বার্তা ছড়িয়ে কী লাভ!’

রীম শেখ, অতুল কুলকর্নি এবং দিব্যা দত্ত অভিনীত এই ছবি মুক্তির কথা আগামী ৩১ জানুয়ারি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল