অ্যাপশহর

এ দেশের শিল্প বোঝার সময় নেই

সারা জীবন নাটক আর সিনেমা নিয়ে পড়ে থাকার সত্তেও অভিনেত্রী লিলেট দুবে প্রায় ৪৫ বছর কাটিয়ে দিয়েও আজও বিশ্বাস করেন ভারতবর্ষের মতো দেশে শিল্পের বোঝদার প্রায় মাইক্রোস্কোপ নিয়ে খোঁজার মতো ব্যাপার৷

EiSamay.Com 2 Nov 2016, 9:40 am
সারা জীবন নাটক আর সিনেমা নিয়ে পড়ে থাকার সত্তেও অভিনেত্রী লিলেট দুবে প্রায় ৪৫ বছর কাটিয়ে দিয়েও আজও বিশ্বাস করেন ভারতবর্ষের মতো দেশে শিল্পের বোঝদার প্রায় মাইক্রোস্কোপ নিয়ে খোঁজার মতো ব্যাপার৷ আগামী মাসে গোয়ায় অনুষ্ঠিত হবার কথা সেরেনডিপি আর্টস ফেস্টিভ্যাল-এর৷ এটা খাবার থেকে নৃত্য, নাটক থেকে সিনেমা, ছবি থেকে ‘পারফরমিং আর্ট’- সব কিছু র একটি মঞ্চ৷ সেখানে লিলেট-এর ভার পারফরমিং আর্ট-এর বিভাগটি সাজিয়ে দেওয়া৷ অথচ সেই তিনিই কিনা এমন কথা বলেছেন সংবাদসংস্থাকে৷
EiSamay.Com lilette dubey feels very few in this country understand art
এ দেশের শিল্প বোঝার সময় নেই



লিলেট বলেছেন, ‘যে দেশের বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করেন, সে দেশে কেউ যদি আশা করে ‘আর্ট’-এর সমঝদার ঝুড়িঝুড়ি পাওয়া যাবে, তাহলে সে আশায় ছাই পড়তে বাধ্য৷ তারা খালি পেটে শিল্প কপচাবে না ভাতের যোগাড় করবে? বলেছেন, ‘১০০ কোটির দেশে৷ তার ওপরও জনসংখ্যা বাড়ছে৷ জীবনের সাধারন চাহিদাগুলো পূরণ করতেই লোকের কালঘাম ছুটে যাচ্ছে৷ সেখানে শিল্পচর্চা তো নেহাতই ‘লাক্সারি’ তাদের কাছে৷ আর তাছাড়া যে দেশে শিক্ষার প্রসারের এতো অভাব, সেখানে শিল্পের সমঝদার আশা করাটাই তো ভুল৷ শিল্প বুঝতে তো খানিকটা শিক্ষার দরকার অন্তত৷

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল