অ্যাপশহর

লক্ষ্মী মেয়ের পুজোর দিনই পোস্টার প্রকাশ ছকভাঙা 'লক্ষ্মী ছেলে'র!

মুখ্য চরিত্রে কৌশিকপুত্র উজান গঙ্গোপাধ্যায়। লক্ষ্মীপুজো উপলক্ষেই সেই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে নিয়ে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ।

EiSamay.Com 13 Oct 2019, 7:27 pm

হাইলাইটস

  • গোটা বাংলা জুড়ে রবিবার ধনদেবী লক্ষ্মীর আরাধনায় মগ্ন ভক্তরা।
  • সেই দিনই সামনে এল 'লক্ষ্মী ছেলে'।
  • ছবির শ্যুটিং শেষ, আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
EiSamay.Com UJAN
এই সময় বিনোদন ডেস্ক: গোটা বাংলা জুড়ে রবিবার ধনদেবী লক্ষ্মীর আরাধনায় মগ্ন ভক্তরা। সেই দিনই সামনে এল 'লক্ষ্মী ছেলে'। উইন্ডোজ প্রোডাকশন মানেই নতুন চমক, নতুন বার্তা, নতুন গল্প, একদম নতুন কিছু। মুক্তি পেল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'লক্ষ্মী ছেলে'র প্রথম ঝলক।
মুখ্য চরিত্রে কৌশিকপুত্র উজান গঙ্গোপাধ্যায়। লক্ষ্মীপুজো উপলক্ষেই সেই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে নিয়ে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ। 'রসগোল্লা'র পর এই ছবিতেও উজান যে বাংলা ছবির দর্শকদের হৃদয়হরণ করবে, তার ইঙ্গিত মিলল পোস্টারেই। চোখেমুখে চিন্তার ছাপ, ছোট করে ছাঁটা চুল, মুখের এদিক ওদিকে কাটা দাগ, ঠিক এরকম একটি লুকেই পোস্টারে দেখা গেল 'লক্ষ্মী ছেলে'র কেন্দ্রীয় চরিত্র উজান গঙ্গোপাধ্যায়কে। তবে কোলে একটি ছোট্ট মেয়ে। আর সেখানেই রয়েছে গল্পের টুইস্ট। সেই শিশুর ৪টি হাত। এই মেয়েটিকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। এক সত্য ঘটনা অবলম্বনে 'লক্ষ্মী ছেলে'র গল্প তৈরি করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।




এই প্রথমবার বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত উজান। এই ছবি মুক্তি পাবে আগামী বছর। ছবিতে দেখা যাবে শ্রীকান্ত আচার্যর ছেলে পূরব শীলকেও। ছবির শ্যুটিং শেষ, আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

পরের খবর