অ্যাপশহর

নায়িকাদের সুরক্ষায় ইন্ডাস্ট্রিই দিচ্ছে মহিলা ব্ল্যাক ক্যাট

শুধু পরিচালক বা প্রোযোজকই নন, ইন্ডাস্ট্রির আনাচেকানাচে কান পাতলে শোনা যায় বহু ঘটনাই।

TNN & Agencies 28 Nov 2017, 7:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী ও উঠতিদের হামেশাই যৌন হেনস্থা ও অপহরণের ঘটনা সামনে আসে। প্রকাশ্যে না এলেও, ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু পরিচালক বা প্রোযোজকই নন, ইন্ডাস্ট্রির আনাচেকানাচে কান পাতলে শোনা যায় বহু ঘটনাই। চলচ্চিত্র জগতে মহিলাদের নিরাপত্তা নিয়ে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল মালায়লম সিনে টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশন।
EiSamay.Com lady black cats to assure women safety in cinema
নায়িকাদের সুরক্ষায় ইন্ডাস্ট্রিই দিচ্ছে মহিলা ব্ল্যাক ক্যাট


এবার থেকে ব্যাকগ্রাউন্ড ডান্সার কিংবা অভিনেত্রী ও ফিল্ডে কাজ করেন যেসব মহিলারা, তাঁদের সকলকেই ক্যারাটে বা কেরালা স্পেশাল মার্সাল আর্ট 'কালারিপ্পায়ুট্টু' প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হল। মহিলাদের সুরক্ষার বিয়য়টি যাতে নিজেরাই সামলে নিতে পারেন, তার জন্য লেডি ব্ল্যাক ক্যাট প্রশিক্ষন দেওয়া চালু করল MACTA। ফিল্মের জন্য দেশে-বিদেশে ট্রাভেল করতে হয় মহিলা শিল্পীদের। বহুক্ষেত্রেই অপহরণের ঘটনা প্রকাশ্যে আসে। শুধুমাত্র লেডি ব্ল্যাক ক্যাট প্রশিক্ষণই নয়, পাশাপাশি শিখতে হবে গাড়ি চালানোও। নিজেদের নিরাপত্তা যাতে নিজেরাই করতে পারেন, তার জন্য ক্যারাটে কিংবা মার্সাল আর্টের মধ্যে যে কোনও একটি প্রশিক্ষণ নিতেই হবে।

MACTA ফেডারেশনের জেনারেল সেক্রেটারি বাইজু কোট্টারাক্কারার কথায়, অভিনেত্রীদের অপহরণের ঘটনার পরই এই প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনাররা মোট ৬মাস ধরে এই প্রশিক্ষণ দেবেন। তার জন্য রয়েছে নির্দিষ্ট ইউনিফর্মের ব্যবস্থাও করা হচ্ছে।

তথ্য সৌজন্যে মালয়লম সময়ম

# In the background of Actress Abduction case, film field technicians are initiating a training programme to train Lady Black cats to assure Women safety

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল