অ্যাপশহর

লালবাহাদুর শাস্ত্রীর সঙ্গে কী হয়েছিল তাসকেনে! উত্তর আর অজানা থাকবে না...

২০১৯ সালে দেশের নজর শুধুমাত্র আসন্ন লোকসভা নির্বাচনের দিকে নয়। দেশের নজর আটকেছে সিলভার স্ক্রিনের রাজনীতিতেও। একের পর এক মুক্তি পাচ্ছে রাজনীতি কেন্দ্রিক ছবি।

EiSamay.Com 20 Mar 2019, 1:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কখনও বায়োপিক আবার কখনও দেশের সেনা বাহিনীর সাফল্যের আখ্যান। বার বার বড় পর্দায় ফুটে উঠেছে এমনই সব ছবি, যা বিভিন্ন রাজনৈতিক দলের পালে হাওয়া জুগিয়েছে।
EiSamay.Com death mystery of lal bahadur shastri in the film the tashkent files releasing on 12 april
লালবাহাদুর শাস্ত্রীর সঙ্গে কী হয়েছিল তাসকেনে!


এই ট্রেন্ডে তাল মিলিয়ে এবার আসতে চলেছে The Tashkent Files। স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর তাসকেনে সন্দেহজনক মৃত্যু ঘিরেই তৈরি হয়েছে এই ছবি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং তাঁর টিম দীর্ঘ তিন বছর ধরে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এই ছবির জন্যে তথ্য সংগ্রহ করেছে।

অবশেষে জানা গেল এই ছবি মুক্তির দিন। জি স্টুডিও প্রযোজিত ছবির পোস্টার শেয়ার করার পাশাপাশি জানানো হল আগামী ১২ এপ্রিল গোটা দেশে মুক্তি পাবে The Tashkent Files।




ছবিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, মিঠুন চক্রবর্তী, শ্বেতা বসু, পঙ্কজ ত্রিপাঠি, বিনয় পাঠক, মন্দিরা বেদী, পল্লবী যোশি, অঙ্কুর রাঠি এবং প্রকাশ বেলাওয়াডি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল