অ্যাপশহর

স্বল্পবসনা জ্যাকলিনের কোমরে কৃপাণ, CBFC-কে চিঠি ক্ষুব্ধ শিখদের

ঢিশুম ফিল্মে স্বল্পবসনা জ্যাকলিন ফার্নান্ডেজের কোমরে 'পবিত্র' কৃপাণ ঝুলতে দেখে বেজায় চটলেন শিখ সম্প্রদায়ের মানুষজন।

EiSamay.Com 15 Jun 2016, 1:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঢিশুম ফিল্মে স্বল্পবসনা জ্যাকলিন ফার্নান্ডেজের কোমরে 'পবিত্র' কৃপাণ ঝুলতে দেখে বেজায় চটলেন শিখ সম্প্রদায়ের মানুষজন। তাঁদের যুক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র এই ধর্মীয় প্রতীকে অপব্যবহার করে তাকে নিয়ে উপহাস করা হয়েছে।
EiSamay.Com kirpan around jacqueline fernandezs waist irks sikh community
স্বল্পবসনা জ্যাকলিনের কোমরে কৃপাণ, CBFC-কে চিঠি ক্ষুব্ধ শিখদের


মুক্তির আগেই বিতর্কে রোহিত ধাওয়ানের ঢিশুম। এই ফিল্মের প্রথম গান 'সাউ তারা কে' প্রকাশ করার পরই বিতর্কের সূত্রপাত। ওই গানে মাইক্রো মিনি ড্রেসে জ্যাকলিন ফার্নান্ডেজের কোমরে একটি কৃপাণ ঝুলতে দেখা গিয়েছে। এতেই বেজায় চটে ওই গানটি ছবি থেকে বাদ দেওয়ার আর্জি জানিয়ে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সন পহেলাজ নিহালনির কাছে চিঠি পাঠিয়েছেন গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক মনজিন্দর সিং সিরসা। পাশাপাশি ছবির পরিচালক ও কলাকুশলীরা যাতে ক্ষমা চান, সেই দাবিও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে CBFC ব্যবস্থা না নিলে, প্রয়োজনে ঢিশুম এমনকী CBFC-র বিরুদ্ধেও আইন পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে মনজিন্দর লিখেছেন, 'এই গানে অর্ধেক শরীর ঢাকা জ্যকলিন ফার্নান্ডেজকে একটি কৃপাণ নিয়ে নাচতে দেখা গিয়েছে। শিখ সম্প্রদায়ের এই অন্যতম পবিত্র জিনিসটিকে অভিনেত্রীর দুই পায়ের সামনে ঝুলতে দেখা গিয়েছে। এটি তাঁর কোমরে একটি কাপড়ের বেল্টে আটকানো ছিল। এভাবে পবিত্র ও শ্রদ্ধার ধর্মীয় এই প্রতীক নিয়ে উপহাস করা হয়েছে। এতে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।'

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল