অ্যাপশহর

‘মালতী’-র প্রশংসায় পঞ্চমুখ রঙ্গোলি!

ছবির ট্রেলার লঞ্চে এসে কান্নায় ভেঙে পড়েন দীপিকা পাডুকোনও। ‘সাধারণত কোনও ছবি করব কি না তার সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো চিত্রনাট্য পড়তে হয়'। আর কী বললেন...

EiSamay.Com 10 Dec 2019, 4:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সাধারণত তাঁর মুখে বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর প্রশংসা খুব একটা শোনা যায় না। বরং বিভিন্ন সময়ে তাঁর কটাক্ষে বিদ্ধ হয়েছেন বলি তারকারা। কথা হচ্ছে কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেলের।
EiSamay.Com ​Kangana Ranauts sister Rangoli Chandel praises deepika padukone’s acting in Chhapaak trailer
দীপিকার প্রশংসায় পঞ্চমুখ রঙ্গোলি!


কিন্তু কখনও কখনও চেনা চিত্রও আচমকাই বদলে যায়। ঠিক যেমনটা হল ১০ ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবসে মুক্তি পেল দীপিকা পাডুকোন ও বিক্রান্ত মাসে-এর বহু প্রতিক্ষিত ছবি, মেঘনা গুলজার পরিচালিত Chhapaak-এর ট্রেলার। অ্যাসিড অ্যাটাকের শিকার মালতীর চরিত্রে এই অল্প সময়েই দর্শকের মনে দাগ কেটেছেন দীপিকা পাডুকোন। মুক্তি পাওয়ার মাত্র দু’ঘন্টার মধ্যেই ট্রেলার ভিউ ছাড়িয়েছে সাড়ে চার লাখের গন্ডি। Chhapaak-এ দীপিকাকে দেখে মুগ্ধ রঙ্গোলিও। ট্যুইট করে তাঁর মুগ্ধতার কথা জানালেন রঙ্গোলি। নিজেও অ্যাসিড অ্যাটাকের শিকার হওয়ায় এই ছবি যেন তাঁরও জীবনের প্রতিচ্ছবি। ট্যুইটে রঙ্গোলি লেখেন, ‘অসাধারণ! প্রত্যেকের এই ছবি দেখা উচিত।’



ছবির ট্রেলার লঞ্চে এসে কান্নায় ভেঙে পড়েন দীপিকা পাডুকোনও। ‘সাধারণত কোনও ছবি করব কি না তার সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো চিত্রনাট্য পড়তে হয়। কিন্তু একজন অভিনেতা জীবনে কখনও কখনও এমন কিছু চিত্রনাট্য পান, যার প্রথম কয়েক মিনিটই তাঁকে এতটা মুগ্ধ করে যে অভিনয়ের জন্যে তিনি রাজি হয়ে যান। Chhapaak আমার কাছে ঠিক তেমনই একটি ছবি।’

দীপিকা পাডুকোন এবং বিক্রান্ত মাসে অভিনীত Chhapaak মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল