অ্যাপশহর

'বলিউডে ড্রাগের খোঁজে গোয়েন্দা ঢুকলে অনেক রাঘববোয়ালই হাজতে যাবে!'

বলিউডের অন্দরে যদি নার্কো বিাগ তদন্ত শুরু করে তাহলে তাতে এমন সব তারকার নাম উঠে আসবে যে নার্কো কর্তারাই হতবাক হয়ে যাবেন। আর রক্তপরীক্ষা করালে তো কথাই নেই

EiSamay.Com 26 Aug 2020, 9:53 pm

হাইলাইটস

  • নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো যদি বলিউডের অন্দরে প্রবেশ করে তাহলে দেখবে
  • একেবারে প্রথম সারির তারকারা কীভাবে মাদকাসক্ত।
  • আর যদি রক্তপরীক্ষা হয় তো তাহলে যা রিপোর্ট আসবে তাই দেখে ভিড়মি খাবে লোকজন।
EiSamay.Com বলিউড এবার বুলিউড হয়ে যাবে
বলিউড এবার বুলিউড হয়ে যাবে
এই সময় বিনোদন ডেস্ক: রহস্যের জাল যেন ক্রমেই গাঢ় হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে। অনুরাগীরা এবং তাঁর বাড়ির লোকেরা প্রথম থেকেই তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে পারেননি। ক্রমাগত সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছেন। এরপর সুশান্তের বাবা কে কে সিং রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন পটনা থানায়। তদন্ত শুরু করে বিহার পুলিশ। উঠে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। আর সিবিআই ময়দানে নামতেই প্রতি ঘন্টায় পাওয়া যাচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। ইডির পর বুধবার এই ঘটনায় আলাদা করে মামলা রুজু করেছে ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। নার্কো বিভাগও এই ঘটনার আলাদা করে তদন্ত করবে।
ঘটনায় মাদকসেবন, ড্রাগ সম্পর্কিত কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা।কারণ কয়েকদিন আগেই পাওয়া তথ্য অনুযায়ী সুশান্তকে জোর করে গ্রাগ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হত। এমনকী দুবাইয়ের ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে মৃত্যুর দিন সুশান্তের দেখা হয়েছে বলে দাবি তুলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

আবার গলার সুর তুললেন কঙ্গনা রানাওয়াত। যদিও প্রথম থেকেই সুশান্তের মৃত্যুতে তিনি তাঁর পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন। কথা শুনিয়েছেন রিয়া চক্রবর্তীকেও। সুশান্তের মৃত্যুতে এই গ্রাগের প্রসঙ্গ আসার পর কঙ্গনা বলেন, 'নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো যদি বলিউডের অন্দরে প্রবেশ করে তাহলে দেখবে একেবারে প্রথম সারির তারকারা কীভাবে মাদকাসক্ত। আর যদি রক্তপরীক্ষা হয় তো তাহলে যা রিপোর্ট আসবে তাই দেখে ভিড়মি খাবে লোকজন। আরও কত কেচ্ছা সামনে আসবে। মোদীজি তো স্বচ্ছ ভারত মিশন অভিযানে নেমেছেন। তা বলিউডকে যদি পরিষ্কার করতে চান, তাহলে তা নাম বদলে বুলিউড হয়ে যাবে'।

তবে রিয়ার সঙ্গে হোয়্যাটসঅ্যাপ চ্যাটের যে অংশ সিবিআই এর হাতে এসেছে তাতে MDMA, Hashis, গাঁজার উল্লেখ রয়েছে। এবং বলা হয়েছে এগুলি সুশান্ত নিয়মিত খান। এদিকে রিয়ার আইনজীবী মঙ্গলবার বলেন, রিয়া জীবনে আজ পর্যন্ত কোনও মাদক সেবন করেননি। যে কোনও সময় তিনি রক্তপরীক্ষা করাতে রাজি আছেন।

আরও পড়ুন
'সুশান্ত মামলায় দুবাই-যোগ, খুনের দিন বাড়িতেই ছিল ড্রাগ ব্যবসায়ী'!
'মাদক খাওয়ানোয় ঘুমোতেন সুশান্ত, অন্য ফ্লোরে পার্টি চলত রিয়ার!'
সুশান্তকে কি ড্রাগের নেশা ধরিয়েছিলেন রিয়া? কি মনে হয় আপনার..জানান কমেন্ট করে। ইংরেজী অথবা বাংলায়

এদিকে বিজেপি নেতা স্বামী তাঁর ট্যুইটারে লিখেছিলেন, 'সুশান্তের খুন হওয়ার দিন দুবাইয়ের ড্রাগ ব্যবসায়ী আয়েশ খান দেখা করেছিলেন অভিনেতার সঙ্গে। কেন? তাহলে কি তাঁর সঙ্গে নিত্য যোগাযোগ ছিল অভিনেতার?

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর